
এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) কোচিং স্টাফেও নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। প্রধান কোচ হুয়ান ফেরান্ডোর (Juan Fernando) দুই সহকারী দল ছাড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত যা খবর তাতে সবুজ মেরুন তাঁবু ছাড়ার পথে রয়েছেন ক্লাবের গোলকিপার কোচ প্লোপেনাউ দ্রগোস। ২০২০-২১ এ তিনি ছিলেন চাইনিজ তাইপেই এর দায়িত্বে। সেখান থেকে কলকাতায় এসেছিলেন এই রোমানিয়ান গোলরক্ষক কোচ।

এর আগে জানা গিয়েছিল, এটিকে মোহন বাগান ছাড়তে পারেন জাভি গঞ্জালেজ। তাঁকে স্কোয়াডের ফুটবলারের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়োগ করা হয়েছিল।
কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে বাগানে এসেছিলেন জাভি। ফুটবল ক্লাব গোয়া ছেড়ে গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন তিনি। সেই থেকে সবুজ মেরুনের সদস্য তিনি।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










