পয়েন্ট টেবলে ওপরে উঠতে গেলে এফসি গোয়াকে হারাতেই হবে ATK মোহনবাগানকে (Mohun Bagan)। শনিবার হায়দরাবাদ এফসি হেরে যাওয়ায় সুযোগ আরও বেড়ে গেল সবুজ-মেরুনের সামনে। জয়ের ধারাবাহিকতাকে
কাজে লাগিয়ে তিন পয়েন্ট কোচ হুয়ান ফেরান্দোর পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না।প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা সাজান সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। ব্যক্তি নির্ভরতার বদলে দলগত সংহতিতে জোর দেওয়ায় বিশ্বাস করেন। তাই তার আক্রমনাত্মক ফুটবল স্ট্র্যাটেজিতে বৈচিত্র্য বেশি, ফলে প্রতিপক্ষের পক্ষে লড়াই করাটা কঠিন হয়ে দাঁড়ায়। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে দলের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরিকে সাংবাদিক সম্মলনে নিয়ে এসেছিলেন ফেরান্দো। সেখানে দলের পারফরম্যান্সের উন্নতির কথা মানলেও সম্পুর্ন খুশি নন সেটাও একই সঙ্গে জানিয়েছেন মোহনবাগান কোচ৷
কারণ দলের প্রতিটি ফুটবলার ভাল খেলতে পারেননি৷ এই ব্যাপারে গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির পারফরম্যান্সকে মডেল হিসেবে ধরছেন। প্রতিপক্ষ এফসি গোয়া আবার হুয়ান ফেরান্দোর প্রাক্তন দল। যদিও তিনি ছেড়ে আসার পরে দলে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু পাসিং ফুটবলের স্ট্র্যাটেজি থেকে এফসি গোয়া সরেনি৷ দলে রয়েছেন এডু বেদিয়া৷ এছাড়াও ভাসকেজ, ইকের, ভ্যালিয়েন্তরাও ভয়ঙ্কর হতে পারেন। তাই ঘরের মাঠে এফসি গোয়া যে মেরিনার্সদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে তা বলাই চলে।
কঠিন লড়াইয়ের পূর্বাভাস ধরেই দলকে তৈরি করছেন সবুজ মেরুন কোচ৷ বন্ধ দরজার আড়ালে দলের আক্রমণ এবং রক্ষনে দোষ ত্রুটি মেরামত করেছেন। নিজেদের শক্তিতে শান দিয়েছেন। এবার মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার পালা। হুয়ান ফেরান্দো বলছেন তাঁর দলের ফুটবলারদের গুনগত মান ভালো৷ লিগ শীর্ষে থাকার মানসিকতা নিয়ে সবসময় এগোতে ভালোবাসেন। কারন লিগ শিল্ড জয়ের মধ্যে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহনের পথ খুলে যায়। আর সেটাই লক্ষ্য তাঁর।গত তিন বছর ধরে যখনই যে দলের ডাগ আউটে বসেছেন তখনই সেই চেষ্টাই করে গিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো