Durand Cup: প্রথম ম‍্যাচের টিকিট বিলি সম্পর্তে বিরাট আপডেট দিল ATK Mohun Bagan

Durand Cup

ইতিমধ্যে জমে উঠেছে ডুরান্ডের (Durand Cup) লড়াই। কলকাতার এক প্রধান মহামেডান স্পোর্টিং টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে গোয়াকে হারিয়ে দুর্দান্ত ভাবে শুরু করেছিল।

Advertisements

এখনও কলকাতার আর বাকি দুই প্রধান দল ময়দানে অবতীর্ণ হয়নি। ২০ আগষ্ট আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান।সেই ম‍্যাচ ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা এখন আলাদা মার্গে। বৃহস্পতিবার সেই ম‍্যাচের টিকিট বিক্রি করাকে কেন্দ্র করে বিস্তারিত ট‍্যুইট করে জানানো হলো সবুজ মেরুন শিবিরের তরফে।

Advertisements

আগামী ১৯ আগষ্ট থেকে দুপুর ২ টো থেকে ৬ টা অবধি ক্লাব প্রাঙ্গণে থেকে ম‍্যাচের টিকিট বিতরণ করা শুরু হবে,”প্রথমে যারা আসবে টিকিট তাদের’ই”, সেই ভিত্তিতে টিকিট বিতরণ করা হবে।মেম্বার’দের টিকিট নিতে হলে অবশ্যই মেম্বারশিপ কার্ড নিয়ে হাজির থাকতে হবে।