সাতাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সেই সঙ্গে মিলেছে অনেক প্রশ্নের উত্তর। কিন্তু জল্পনাও রয়ে গেল অবশ্য।
নতুন মরসুমে অমরিন্দর সিং-কে এটিকে মোহন বাগান দলে রাখবে কি না সে ব্যাপারে প্রশ্ন ছিল। স্কোয়াড ঘোষণা হওয়ার পর দেখা গেল তাঁর নাম গোলরক্ষকদের তালিকায় নেই। গোলকিপারদের তালিকায় নাম রয়েছে বিশাল কাইথ, অভিলাষ পাল, আর্শ শেখ, দেবনাথ মন্ডলের। যার মধ্যে দেবনাথ এখন বহু চর্চিত এক নাম।
অমরিন্দর আগামী দিনে কোন ক্লাবে যাবেন সে ব্যাপারে প্রশ্ন ছিলই। দল বদলের বাজারে জল্পনা, অমরিন্দরকে নিয়ে অন্য কিছু ভাবতে পারে এটিকে মোহন বাগান। লোনে অন্য ক্লাবে পাঠানোর সম্ভবনা রয়েছে বলে ফুটবল মহলের একাংশ মনে করছেন। কিংবা পাকাপাকিভাবে অন্য ক্লাবে পাঠানোর রাস্তা খোলা রয়েছে। যেহেতু ট্রান্সফার উইন্ডো এখনও বন্ধ হয়নি। প্রবলভাবে শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের নাম। ইমামি ইস্টবেঙ্গলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এটিকে মোহন বাগানের স্কোয়াড:-
গোলকিপারঃ বিশাল কাইথ, অভিলাষ পাল, আর্শ শেখ, দেবনাথ মন্ডল।
রক্ষণেঃ সুমিত রাঠি, ব্র্যান্ডন হামিল, ফ্লোরেন্টিন পোগবা, রবি রানা, শুভাশিস বসু, প্রীতম কোটাল, দীপক টাংরি, আশিস রাই।
মিডফিল্ডেঃ জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, হামতে, অভিষেক, এগসন, লেনি, রিকি সাবং, প্রণয়।
আক্রমণেঃ দিমি পেত্রাতস, মনভীর, লিস্টন, আশিক, কিয়ান, ফারদিন।