ATK Mohun Bagan: ইস্টবেঙ্গল ম্যাচের আগে বাগানের ভাবনায় মহামেডান ম্যাচ!

atk mohun bagan ,footballer,practice, football

সামনে ২৯ জুলাই, মোহনবাগান দিবস। তার আগে আলোয় সেজে উঠেছে মোহনবাগান তাঁবু (atk mohun bagan )। ডুরান্ড কাপ অভিযান দিয়ে এই মরশুমে শুরু করতে পারে এটিকে মোহনবাগান। ২৯ জুলাই থেকে তাদের পূর্ণ অনুশীলন শুরু করার সম্ভাবনা রয়েছে। তার আগে বিদেশি ও ভারতীয় ফুটবলারা নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিল।

Advertisements

রক্ষণভাগের ব্র্যান্ডন হামিল, ফ্লোরেন্টিন পোগবা থেকে শুরু করে আক্রমণ বিভাগের লিস্টন কলাসোরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরেন্টিন পোগবা বালির মধ্যে ট্রেনিং করছেন, মাঝ মাঠের ফুটবলার জনি কাউকো জিম সেশান করছেন, লিস্টন কলাসোকে দেখা গিয়েছে নিজের ছোটবেলার ক্যাম্পে প্র্যাকটিস করতে।

   

এইভাবে ফিটনেসের দিক থেকে নিজেদের তৈরি রাখছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। কারণ প্রি সিজনের খুব একটা সময় তাঁরা পাবেন না। এরই মধ্যে ৬ আগস্ট নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এই জন্য কোচ জুয়ান ফেরান্দো ফুটবলারদের নির্দেশ দিয়েছেন নিজেদের ফিটনেস ঠিক রাখতে।

সবকিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দিবস থেকে এটিকে মোহনবাগান নিজেদের অনুশীলন শুরু করতে চলেছে। সমর্থকরা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন তাঁদের প্রিয় দলকে নিজেদের মাঠে অনুশীলন করতে দেখার জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements