HomeSports NewsATK Mohun Bagan: 'বর্ণনা করা কঠিন', এবারের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন তিরি

ATK Mohun Bagan: ‘বর্ণনা করা কঠিন’, এবারের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন তিরি

- Advertisement -

এবারের মরশুমটা খুব একটা ভালো যায়নি তিরির (ATK Mohun Bagan)। চোট সমস্যা নিয়ে শুরু, শেষেও তাই। সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে থেকেছেন দর্শকের ভূমিকায়। ফাইনালে পৌঁছতে পারেনি দল। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন এটিকে মোহন বাগান ডিফেন্ডার তিরির। 

সামাজিক মাধ্যমে করা পোস্টে তিরি বলেছেন, ‘এই মরশুমে যা কিছু ঘটেছে সে সব বর্ণনা করা কঠিন। অনেক কিছু বদল করার পরেও আমরা করোনা ভাইরাসের কবলে পড়েছিলাম। জৈব বলয়ে ছয় মাস…’

   

‘ শেষ মুহূর্ত পর্যন্ত দল সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টানা দুটো মরশুম লড়াই চালিয়ে যাওয়া কঠিন। শিল্ডে পরাজয়। তারপর সেমিফাইনালেও হার।’ বলেছেন তিরি। ‘ আমরা আবার উঠে দাঁড়াবো। ফিরবো আগের থেকে শক্তিশালী হয়ে।’

ATK Mohun Bagan

 

<

p style=”text-align: justify;”>২০২০ থেকে এটিকে মোহন বাগানে রয়েছে অ্যাথেলেটিকো মাদ্রিদ বি দলের প্রাক্তন ডিফেন্ডার তিরি। ৩৩ টি ম্যাচ খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। এটিকের হয়ে দুটো মরশুমে খেলেছিলেন। ২০১৭-২০ মরশুমে ছিলেন জামশেদপুরে। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular