ATK Mohun Bagan: এখনই উৎসব নয়, মনে করিয়ে দিলেন প্রবীর

সেমিফইনালে জায়গা নিশ্চিত করে খুশিতে ডগমগ এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ফুটবলাররা। উজ্জ্বল তাঁদের মুখ। তবে আবেগে গা ভাসাতে নারাজ। কাজ এখনও বাকি। মনে…

ATK Mohun Bagan: এখনই উৎসব নয়, মনে করিয়ে দিলেন প্রবীর

সেমিফইনালে জায়গা নিশ্চিত করে খুশিতে ডগমগ এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ফুটবলাররা। উজ্জ্বল তাঁদের মুখ। তবে আবেগে গা ভাসাতে নারাজ। কাজ এখনও বাকি। মনে করিয়ে দিলেন প্রবীর দাস। 

চেন্নাইয়ানের বিরুদ্ধে জিতে মাঠ থেকে বার্তা দিলেন প্রবীর দাস। সমর্থকদের উদ্দেশ্যে বার্তা। তিনি বলেছেন, ” আশা করি তোমরা সবাই ভালো আছো। এতটা সমর্থন দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিন পয়েন্ট পেতেই হতো যেনতেন প্রকারে। আমরা টপ ফোরে কোয়ালিফাই করেছি। গ্রুপে এক নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে এখনও আমাদের কাছে। শেষ পর্যন্ত আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এরকমই পাশে থেকো। সাপোর্ট করো। লাভ ইউ অল।” 

চেন্নাইয়ানের বিরুদ্ধে এই ম্যাচ কার্যত ফাইনাল মেরিনার্সদের কাছে। জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের জায়গা। 

Advertisements

এদিনের ম্যাচে অধিপতি নিয়ে খেলার চেষ্টা করেছিল বাগান। পাল্টা দিয়েছে চেন্নাইয়ান। সবুজ মেরুন ডিফেন্স একের পর এক আক্রমণ তুলে এনেছে তারা। তবে কাজের কাজটি করে গেলেন কৃষ্ণা। বিরতির ঠিক আগে এগিয়ে দিলেন দলকে। মার্সেলিনহোকে সরিয়ে আরও ওপরে উঠে এলেন আই লিগের সর্বকালের সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন তিনি। 

এদিন রক্ষণভাগেও দারুণ খেলেছেন বাগান ফুটবলাররা। তিরি হয়েছেন ম্যাচের সেরা। যোগ্য সঙ্গত দিয়েছেন সন্দেশ ঝিঙ্গান।