বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে নেই ডেভিড উইলিয়ামস। তাঁকে ছাড়াই দল সাজিয়েছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্ডো। উইলিয়ামস আগামী মরশুমে মুম্বই সিটিতে খেলতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে।
শনিবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুই বিদেশিকে ছাড়াই সাজানো রয়েছে এটিকে মোহন বাগানের প্রথম একাদশ। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিরি। এই ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না সেটা আগেই জানা গিয়েছিল। ডেভিড উইলিয়ামসের না থাকাটা অনেকের কাছে বিস্ময়ের।
এছাড়াও বসুন্ধরার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন আর্শ আনোয়ার শেখ। চোট কাটিয়ে মাঠে নামছেন সন্দেশ ঝিঙ্গান।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বাগানের প্রথম একাদশ:-
সন্দেশ ঝিঙ্গান, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, মনভীর সিং, শুভাশীষ বসু, লিস্টন কোলাসো, প্রীতম কোটাল, রয় কৃষ্ণা, দীপক টাংরি, আর্স আনোয়ার শেখ, প্রবীর দাস।