চলতি ডুরান্ড কাপ সেমিফাইনালে উঠেছে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু এফসি। শনিবার তারা নক আউটে ওডিশা এফসি দলকে ১-২ গোলে হারিয়ে ডুরান্ডে শেষ চারে জায়গা ছিনিয়ে নিয়েছে। ম্যাচের ৮৯ মিনিটে শিবশক্তি এবং ১২১ মিনিটে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণ বেঙ্গালুরুর হয়ে গোল করে।
অন্যদিকে, ওডিশার হয়ে মাউরিসিও ১১৫ মিনিটে গোল করে। ম্যাচে অবশ্য ওডিশা ১০ জন হয়ে পড়ে,কেননা শুভম সারঙ্গি দ্বিতীয় হলুদ কার্ড দেখায় তা লাল কার্ড হিসেবে বিবেচিত হয়,শুভমকে মাঠ ছাড়তে হয়। গোটা খেলার দিকে তাকালে দেখা যাবে গোলের লকগেট খেলার অতিরিক্ত সময়ে খুলেছে। অনেকটা সময় ধরে দুদল জল মেপে নিয়ে শেষ মুহুর্তে জয়ের জন্য ঝাঁপিয়েছে।
Fantastic win last night. We’re still a work in progress, but showed great determination, fight and mentality to make it to the semifinal. Now we focus again for the task ahead. pic.twitter.com/ExLBzKJ6WH
— Sandesh Jhingan (@SandeshJhingan) September 11, 2022
এমন এক টানটান সাসপেন্স থ্রিলারের মতো খেলায় জয় সঙ্গে ১৩১ তম ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠার পর ATK মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তথা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানের টুইট পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে। ওই টুইট ক্যাপসনে লেখা,”গত রাতে দুর্দান্ত জয়। আমরা এখনও কাজ করছি, কিন্তু সেমিফাইনালে ওঠার জন্য দারুণ দৃঢ় সংকল্প, লড়াই এবং মানসিকতা দেখিয়েছি। এখন আমরা সামনের কাজের জন্য আবার ফোকাস করি।” চলতি ২০২২-২৩ ফুটবল মরসুমে ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সন্দেশ ঝিঙ্ঘানকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের পর সবুজ মেরুন সমর্থকদের
একাংশ বলতে শুরু করেছে ডিফেন্সে সন্দেশ ঝিঙ্ঘান এবং স্কোরার হিসেবে রয় কৃষ্ণকে দল থেকে ছাড়া ঠিক সিদ্ধান্ত হয় নি।
আর শনিবার, ডুরান্ডে সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে সেমিফাইনালে তোলার পিছনে ১২১ মিনিটে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ নামের পাশে গোলদাতা ফের একবার সবুজ মেরুন সমর্থকদের আকুতিকে বাড়িয়ে তুলবে।