ATK Mohun Bagan-East Bengal: ফের মুখোমুখি মোহন-ইস্ট, প্রকাশিত হল ডার্বির দিনক্ষণ

এবার এখানেই শেষ নয়। আগামী মাস থেকে শুরু হতে চলেছে সুপার কাপের মতো বড় টুর্নামেন্ট। সেখানে ও কলকাতার দুই প্রধান কে আলাদা গ্রুপে রাখায় সাধারণ ম্যাচে ডার্বির সম্ভাবনা একেবারেই নেই। এবার সমর্থকদের জন্য আরো একবার ডার্বি দেখার সুযোগ করে দিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগ

Players of ATK Mohun Bagan and East Bengal Football Club preparing for a match

কিছুদিন আগেই হিরো ইন্ডিয়ান সুপার লিগে ফেরেন্দোর এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল স্টিফেন কনস্ট্যানটাইনের ইমামি ইস্টবেঙ্গল (ATK Mohun Bagan – East Bengal)। আগে সাতটি ডার্বিতে টানা হারার ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাসের অভাব ছিল লাল-হলুদ শিবিরে। সেকারণে সমস্ত কিছু মাথায় রেখে এবার ক্লেটনের উপর ভরসা রেখে ডার্বি জয়ের ভাবনা থাকলেও শেষ রক্ষা হয়নি। বড় ব্যাবধানেই এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।

Advertisements

আরও পড়ুন: ‘যে বিজেপিতে যায়, সে পরিস্কার হয়ে যায়…’ বিআরএসের পোস্টার যুদ্ধ- ‘সত্যের রং কখনো ম্লান হয় না’

   

তবে এবার এখানেই শেষ নয়। আগামী মাস থেকে শুরু হতে চলেছে সুপার কাপের মতো বড় টুর্নামেন্ট। সেখানে ও কলকাতার দুই প্রধান কে আলাদা গ্রুপে রাখায় সাধারণ ম্যাচে ডার্বির সম্ভাবনা একেবারেই নেই। এবার সমর্থকদের জন্য আরো একবার ডার্বি দেখার সুযোগ করে দিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগ। গতকাল বাংলার দল গুলির পাশাপাশি ওডিশা ও ঝাড়খণ্ডের একটি করে দল নিয়ে গ্রুপের বিষয়টি সামনে আসলেও তারিখ ছিল ক্রমশ প্রকাশ্য। এবার জানা গেল সময়সূচি।

আরও পড়ুন: Jhulan Goswami: সর্বোচ্চ উইকেট পাওয়া এই বোলারকে ‘গুন্ডা’ বলে ডাকত টিম ইন্ডিয়া!

সেইমতো আগামী ২৩ মার্চ নৈহাটি স্টেডিয়ায়ে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের রিজার্ভ টিম। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে সমর্থকদের মধ্যে। তার আগে ১৪ ই মার্চ থেকেই শুরু হয়ে যাবে মূল গ্রুপ পর্বের খেলা। এই প্রসঙ্গে খোদ আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, এই টুর্নামেন্টের খেলা গুলো মূলত বারাকপুর, নৈহাটি ও কল্যানী স্টেডিয়াম গুলিতেই আয়োজন করার কথা ভাবা হয়েছে। সেইমতো নিজেদের মতো করে অনুশীলন শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল।

আরও পড়ুন: Petrol diesel price: পেট্রোল-ডিজেলের হার বদলেছে, দাম কোথায় পৌঁছেছে আপনার শহরে?

গত বছর থেকেই এই ডেভলপমেন্ট লিগ চালু হলেও, এবার এই দ্বিতীয় মরশুমে সব মিলিয়ে মোট ৫০ টি দলকে নিয়ে আয়োজিত হতে চলেছে। যেখানে গোটা দেশের মোট ৯টি অঞ্চল থেকে দল নিয়ে এই অনুর্ধ্ব ২১ যুব টুর্নামেন্ট টি সম্পন্ন করা হবে। সেইসাথে ৫ জন অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়ে এই লিগে গোটা দেশ থেকে মোট ৫০ টি দল অংশগ্রহণ করছে। এবার বাংলার এই গ্রুপে রয়েছে যথাক্রমে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, নিউ আলিপুর সুরুচি সংঘ, ইউনাইটেড স্পোর্টস, ওডিশা এফসি এবং জামশেদপুর এফসির মতো দল গুলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements