ফরাসি তারকা পল পোগবার দাদা বলে কথা। ঐতিহ্যবাহী সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবেন। বুকের কাছে থাকবে পালতোলা নৌকো। এরপরেও মোহনবাগানের নাম মুখে আনলেন না ফ্লোরেন্তিন পোগবা ( Florentine Pogba)!
আরও পড়ুন: SSC Scam: ‘ওটা লভ্যাংশ ভাগের অফিস’, অভিষেককে প্রবল আক্রমণে সেলিম
নতুন মরসুমের জন্য ফ্লোরেন্তিন পোগবাকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। তিনি ফরাসি তারকা পল পোগবার দাদা। এমন একজনকে দলে নিয়ে ভালোরকম চমক দিয়েছে ক্লাব। পুরনো ক্লাব ছেড়ে কেন বেছে নিলেন এটিকে মোহন বাগানকে? প্রশ্ন করা হয়েছিল ফ্লোরেন্তিন পোগবাকে।
আরও পড়ুন: AIIMS Scam : মেয়ের চাকরিতে দুর্নীতি, বিজেপি বিধায়কের জেরা হবে সিআইডি দফতরে
উত্তরে তিনি যা বললেন, “আমার এজেন্ট বলেছিল এটিকের একজন সেন্টার ব্যাক প্রয়োজন। চোটের কারণে একজন ছিটকে গিয়েছে। তো আমি এটিকেতে খেলতে রাজি হবো কি না। আমি বলেছিলাম কেন নয়? নতুন দেশ দেখার সুযোগ থাকবে আমার সামনে।”
আরও পড়ুন: High Court: গাড়িতে লালবাতি লাগিয়ে আইন ভঙ্গ করেছেন অনুব্রত মণ্ডল
পোগবা কেন মোহনবাগান নাম উচ্চারণ করেননি সেই নিয়ে জলঘোলা শুরু হয়েছে। ফুটবল প্রেমীদের কেউ কেউ মনে করছেন, উচ্চারণে সমস্যার কারণে হয়তো মোহনবাগান না বলে শুধু এটিকে বলেছেন। উল্টো দিকে একাংশের ধারণা, সবই আসলে চক্রান্ত। এভাবেই মোহনবাগানের গরিমা খর্ব করে তুলে ধরা হচ্ছে এটিকের নাম।