এএফসি কাপে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan ) আশা জিইয়ে রইল। শনিবার কালবৈশাখী বিঘ্নিত ম্যাচে হ্যাটট্রিক করলেন লিস্টন কোলাসো। রিজার্ভ বেঞ্চ থেকে এসে গোল করলেন ডেভিড উইলিয়ামস।
ম্যাচ শুরু হওয়ার মিনিট পাঁচেক পরেই কালবৈশাখীর দাপট শুরু হয়েছিল কলকাতায়। লণ্ডভণ্ড হয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠে উড়ে এসে পড়েছিল বিলবোর্ড। খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন রেফারি।
ম্যাচ শুরু হওয়ার পর এটিকে মোহন বাগানের দাপট। বলা ভালো লিস্টন কোলাসো ম্যাজিক। প্রথমার্ধেই দুটি গোল করেছিলেন। একটি ক্ষেত্রে ভুল করেছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার। ২৪ মিনিটে গোল করার পর ৩৩ মিনিটে গোল করেছিলেন তিনি। তিন নম্বর গোলটি ৫৩ মিনিটে।
এদিন প্রথম একাদশে ডেভিড উইলিয়ামসকে রাখেননি বাগান কোচ। বিরতির পর তাঁকে নামিয়েছিলেন তিনি। গোল করলেন। দল বদলের জল্পনার মধ্যেও গোল করেছেন ডেভিড। গ্রুপ পর্বের আগে বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।