কৃষ্ণার পরিবর্তে ব্রাজিলের তারকাকে নিতে পারে ATK Mohun Bagan

ATK Mohun Bagan could replace Brazilian star Henrique Luvannor

এবার এক ব্রাজিলের ফুটবলারের নাম জড়ালো এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে। শোনা যাচ্ছে হেনরিক লুভানোরকে সই করাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। সম্প্রতি মলডোভার জাতীয় দলের হয়ে চার ম‍্যাচে জোড়া গোল করে নজর কেড়েছিলেন এই ফুটবলার।এবার তার দিকেই নজর আছে মোহনবাগানের।

এদিকে, ফের অস্ট্রেলিয়ার লিগেই খেলতে দেখা যেতে পারে রয় কৃষ্ণা’কে, এমনটাই তৈরী হয়েছে সম্ভাবনা। একাধিক ক্লাবের সাথে তার নাম জড়ালেও আগামী মরশুমে নিজের ভবিষ্যত সম্পর্কে এখনই কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেনি এই প্রাক্তন মোহনবাগানী। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে এই ফিজির তারকা ফুটবলার মুখ খুলেছেন। জানিয়েছেন তার ভবিষ্যত পরিকল্পনা।

   

কৃষ্ণা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তিনি জানিয়ে দেবেন কোন ক্লাবে যোগ দেবেন । ভারত এবং বিদেশের একাধিক ক্লাবের তরফে প্রস্তাব আছে কৃষ্ণার কাছে, কিন্তু তিনি এখন’ই কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না তার পরিবারের কথা মাথায় রেখে।

অর্থাৎ কৃষ্ণার পরবর্তী ক্লাব বাছাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তার পরিবার।আর এই মুহুর্তে এই তারকা ফুটবলারের পরিবার আছে অস্ট্রেলিয়ায়। তাই ভারত নয় বরং অস্ট্রেলিয়ার লিগে আগামী মরশুমে খেলতে দেখা যেতে পারে সবুজ মেরুন মাতানো এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন