ATK Mohun Bagan: বাগানের সঙ্গে ৫ বছরের চুক্তি করলেন তারকা ফরোয়ার্ড

ATK Mohun Bagan contract extension with manvir Singh

এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) শিবির থেকে পাওয়া গেল বড়সড় সই সংবাদ। আগামী মরশুমেও সবুজ মেরুন জার্সি পরে মাঠে দেখা যাবে ভারতের তারকা ফরোয়ার্ডকে। ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

এবারের শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন মনভীর সিং (manvir Singh)। দল বদলের মরশুম শুরু হওয়ার আগে থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

   

জানা গিয়েছে পঞ্জাব তনয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করছে এটিকে মোহন বাগান। গোয়ার ক্লাব থেকে সবুজ মেরুন শিবিরে এসেছিলেন ২০২০ সালে। সেই থেকে এখনও পর্যন্ত খেলেছেন প্রায় পঞ্চাশটি ম্যাচ। করেছেন দশের বেশি গোল।

ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিক পারফরম্যান্স করার পাশাপাশি এএফসি কাপেও নিজের ফর্ম বজায় রেখেছেন। তাঁর সঙ্গে লিস্টন কোলাসোর জুটি ভারতীয় ফুটবল মহলের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন