গত ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রথমদিকে দল কিছুটা ঝিমিয়ে থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে প্রীতমরা। হিরো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয়ের পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি মেরিনার্সদের।
ডার্বি জয় থেকে শুরু করে ওডিশা, হায়দরাবাদ ও বেঙ্গালুরু এফসির মতো টিম কে হারিয়ে আইএসএলের খেতাব ঘরে তুলেছে পালতোলা নৌকা। একই আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপ শুরু করেছিল দল। তার কারন এই কাপ টুর্নামেন্ট জিতলেই এফসি কাপের ছাড়পত্র পেয়ে যেতেন ফেরেন্দো। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও গ্রুপের বাকি ম্যাচ গুলিতে ধরাশায়ী হয় দল। যারবলে, বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।
এই পরিস্থিতিতে এফসি কাপের যোগ্যতা অর্জনের পাশাপাশি দল গঠনের দিকেও বাড়তি গুরুত্ব দিতে চায় এটিকে ম্যানেজমেন্ট। সেইমতো হায়দরাবাদ এফসির এক তরুন ডিফেন্ডারকে প্রায় নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। তিনি হলেন আকাশ মিশ্রা। সব ঠিকঠাক থাকলে নাকি ১৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে আনবে এটিকে মোহনবাগান। মূলত ৪ বছরের চুক্তিতে আসতে পারেন তিনি। বছর প্রতি ৩ কোটি টাকা। সব মিলিয়ে দাঁড়ায় ১২ কোটি টাকা। তবে ট্রান্সফার ফি বাবদ তা গিয়ে পৌঁছায় ১৫ কোটি টাকায়। তবে এখানেই শেষ নয়।
শোনা যাচ্ছে, আকাশ মিশ্রার পাশাপাশি জামশেদপুর এফসির তারকা মিডফিল্ডার ইশান পন্ডিতাকে ও আগামী মরশুমের জন্য নিশ্চিত করতে চলেছে এটিকে মোহনবাগান। বর্তমানে জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখা গেলেও আগামী মাসের ২৩ তারিখ তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জামশেদপুরের। সেই সুযোগ কে কাজে লাগিয়েই ইশান কে সবুজ-মেরুনে আনতে চাইছে মোহনবাগান। কথাবার্তা ও নাকি অনেকটাই ইতিবাচক। শেষ পর্যন্ত আদৌ কোথায় যান ইশান, এখন সেটাই দেখার।