ATK Mohun Bagan : বাগানে নিশ্চিত অস্ট্রেলিয়ান তারকা

একটা সমস্যা মিটিয়ে ফেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। এশিয়ান কোটার ফুটবলার চূড়ান্ত করে ফেলেছে ক্লাব। ময়দানে গুঞ্জন এমনটাই। এটিকে মোহন বাগান ছেড়েছেন ডেভিড…

Mohun Bagan will not play in Kolkata League

একটা সমস্যা মিটিয়ে ফেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। এশিয়ান কোটার ফুটবলার চূড়ান্ত করে ফেলেছে ক্লাব। ময়দানে গুঞ্জন এমনটাই।

এটিকে মোহন বাগান ছেড়েছেন ডেভিড উইলিয়ামস। তিনি যেমন দলের অন্যতম ফরোয়ার্ড ছিলেন, তেমনই ছিলেন এশিয়ান কোটার ফুটবলার। ফলে বাগানের কাছে অন্তত দুটো বিষয় নিশ্চিত করতে হতো। এক, একজন এশিয়ান কোটার ফুটবলারকে দলে নেওয়া। দুই, ভালো মানের একজন স্ট্রাইকার বা ফরোয়ার্ডকে সই করানো।

   

এশিয়ান কোটার বিদেশি এবং ফরোয়ার্ড, এই দু’টি দিককেই সামলাতে হবে এটিকে মোহন বাগান কর্তাদের। হয় আলাদা আলাদা দু’জন বিদেশি। নয়তো এশিয়ান কোটার ফরোয়ার্ড। 

অস্ট্রেলিয়ান বিদেশি ফুটবলারটির নাম এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে এই খেলোয়াড়কে দলে নেওয়া জন্য ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত এটিকে মোহন বাগান সফল হয়েছে।