ATK Mohun Bagan: শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চান বাগান-কোচ, খেলবেন আশিক?

গতকাল আইএসএল (ISL) ফাইনালের টিকিট কার্যত ছিনিয়ে নিয়েছে সুনীল ব্রিগেড। আর পরবর্তী সেমিফাইনাল। যেখানে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)

ATK Mohun Bagan vs Hyderabad FC football match

গতকাল শনিবার আইএসএল (ISL) ফাইনালের টিকিট কার্যত ছিনিয়ে নিয়েছে সুনীল ব্রিগেড। আর পরবর্তী সেমিফাইনাল। যেখানে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত ম্যাচে নিজামের শহরেই হায়দরাবাদকে আটকে দিয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

তবে গোটা ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করায় খুব একটা খুশি হয়ে শহর ফিরতে পারেন নি বাগান কোচ। তাই প্রীতম-লিস্টনরা সহজ সুযোগ নষ্ট না করলে অনায়াসেই জিতে মাঠ ছাড়তে পারত সকলে। এবার নিজেদের ঘরের মাঠেই জুয়েল-ওগবেচেদের বিরুদ্ধে লড়াই করবে সবুজ-মেরুন ব্রিগেড। এক কথায় এবারের চলতি মরশুমের হারের বদলা নেওয়ার যেন সুবর্ণ সুযোগ এটিকে মোহনবাগানের কাছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই জয় সুনিশ্চিত করে ফাইনালের টিকিট কনফার্ম করার লক্ষ্য ই থাকবে তাদের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বলাবাহুল্য, দিন দশেকের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ফেরেন্দোর ছেলেরা। এবার সেমিফাইনালের দ্বিতীয় লেগ শুরু করার আগেও হাতে সময় এসেছিল মাত্র দুই দিন। তাই আর অতিরিক্ত সময় পর্যন্ত খেলা নিয়ে যেতে নারাজ সকলেই। এই প্রসঙ্গে গতকাল সাংবাদিক বৈঠক করেন বাগানের স্প্যানিশ কোচ। তিনি সাফ জানিয়ে দেন, এটিকে মোহনবাগান অতিরিক্ত সময়ে পর্যন্ত খেলার জন্য মাঠে নামে না। নির্ধারিত সময় কে কাজে লাগিয়েই ম্যাচ পকেটে পুড়তে চান তিনি। তিনি আরও বলেন গত বৃহস্পতিবারের ম্যাচের থেকে অনেকটাই আলাদা এই ম্যাচ। কারন এবার জিতলে সোজা ফাইনাল খেলবে দল।

তবে এত কিছুর পরেও আজ নিজেদের সেরা দল মাঠে নামাতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। কারন হিসেবে সবার আগে উঠে আসে আশিক কুরুনিয়ান ও কিয়ান নাসিরির চোট। গত ওডিশা ম্যাচের শুরুতেই গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আশিক কে। শেষ পর্যন্ত কিয়ানের কাঁধে চেপেই ছাড়তে হয়েছিল স্টেডিয়াম। সেই কিয়ানের রয়েছে চোটের সমস্যা।

যারফলে, নিজেদের উইং সাজাতে গিয়ে যেন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাগানের হেডস্যার কে। তার কথায় একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। দলের এই ভরসাযোগ্য দুই খেলোয়াড় কেই যাতে মাঠে ফেরানো যায় সেই চেষ্টা চালাচ্ছেন ফিজিওরা। তাই এখন ই প্রথম একাদশ সাজাতে চাইছেন না ফেরেন্দো।