সেমিফইনালে চলে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। চেন্নাইয়ানের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে এসেছে জয়। ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু দলের বেশ কিছু সমস্যার জন্য তা হয়নি বলে মনে করছেন হুয়ান ফেরান্দো।
ম্যাচে শেষে নিজ দলের ভুলচুক সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন হুয়ান। তিনি বলেছেন, ‘ দ্বিতীয়ার্ধে দল খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের ওপর চাপটা একটু বেশি ছিল। কারণ, প্লে অফে যাওয়ার জন্য তিন পয়েন্ট পেতেই হত আমাদের। ওদের ক্ষেত্রে সেই চাপটা ছিল না। প্রতিপক্ষ খোলা মনে ম্যাচটা খেলতে নেমেছিল। ওরা উপভোগ করে খেলতে চেয়েছিল ম্যাচটা। ফলে আমাদের কাছে লড়াইটা কঠিন হয়ে গিয়েছিল। ‘
‘দ্বিতীয়ার্ধে সেরাটা দিতে পারিনি আমরা। কারণ, দল তরতাজা ছিল না। ভাল সুযোগও তৈরি করতে পারিনি। তা ছাড়া, অনেক ভুল পাস খেলেছি ওঠা-নামাও প্রথমার্ধের মতো ভাল হয়নি।’ মূলত ক্লান্তিকে কাঠগড়ায় তুলেছেন বাগান কোচ। প্রথম হাফের খেলায় তিনি খুশি। বিরতির পর ক্লান্তির কারণেই ছেলেরা সেরাটা দিতে পারেনি বলে তাঁর অনুমান।
‘ রয় কৃষ্ণার জন্য আমি খুবই খুশি ‘, বলেছেন ফেরান্দো। ‘ ও আর ওর পরিবার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। কোয়ারান্টাইন, ওর সন্তানের কথাও নিশ্চয়ই সকলে শুনেছেন। কোভিড প্রসঙ্গ, সব মিলিয়ে দুঃসময় কাটিয়ে এসেছে ও। ‘