ATK Mohun Bagan: হায়দরাবাদ ম‍্যাচে শেষ মুহূর্তে বিরাট বদল করতে বাধ‍্য হলেন মোহনবাগান কোচ

Juan Ferrando ATK Mohun Bagan lost 2-1 to Chennaiyin FC in ISL opener

মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় আইএসএলের অ্যাওয়ে ম‍্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে হায়দরাবাদ এফসি(Hyderabad FC)। এই ম‍্যাচের থেকে তিন পয়েন্ট তুলে আনাটা খুবই গুরুত্বপূর্ণ এটিকে মোহনবাগানের জন্যে। দিনের পর দিন একের পর এক ফুটবলারদের চোট এবং অফ ফর্ম শেষ করে দিচ্ছে এটিকে মোহনবাগান দলকে। ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচেও বেশ কিছু সবুজ মেরুন শিবিরের ফুটবলার খেলবেন না।

এই ম‍্যাচে খেলবেন না দলের গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশীষ বোস। কার্ড সমস্যার জেরে এই ম‍্যাচে খেলা হবেনা শুভাশীষের। তো এবার কথা হলো শুভাশীষের পরিবর্তে এই ম‍্যাচে খেলবেন কোনও ফুটবলার। কারণ এই দলে শুভাশীষের প্রপার ব‍্যাক আপ ফুটবলারের সংখ্যা নেহাত হাতে গোনা।অনেকেই বলছেন শুভাশীষের বদলে সুমিত রাঠি শুরু করবেন এই ম‍্যাচে কিন্তু সুমিত কি প্রপার ব‍্যাক আপ হিসেবে খেলবে। একেই সুমিত একেবারেই ম‍্যাচের মধ্যে নেই, তাকে খেলতে দেখা গেছিলো ডুরান্ডকাপের কয়েকটি ম‍্যাচে।

   

তাই হয়তো এমন গুরুত্বপূর্ণ ম‍্যাচে সুমিত কে প্রথম থেকে নাও খেলাতে পারেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তাহলে লেফটব‍্যাক পজিশনে খেলবে কোন ফুটবলার। লেফটব‍্যাক পজিশনে খেলবে স্লাভকো দামজানোভিচ। স্লাভকো সেন্টার ব‍্যাক পজিশনের পাশাপাশি লেফটব‍্যাক পজিশনেও খেলতে পারেন। তাই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে দুইজন বিদেশি ফুটবলারকে খেলতে দেখার সম্ভাবনা প্রবল। কার্ল ম‍্যাঘিউ’ও নেই এই ম‍্যাচে, তাই স্লাভকো কে এই ম‍্যাচের প্রথম ম‍্যাচ থেকে খেলাতে কোনও রকম সমস্যা হওয়ার কথা নয় এটিকে মোহনবাগানের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন