ATK Mohun Bagan: দলে স্ট্রাইকার নেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য জুয়ান ফেরান্দোর

শেষ কয়েকটি আইএসএলের ম‍্যাচে একজন প্রপার স্ট্রাইকার না থাকার অভাবে ভুগেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Juan Ferrando

শেষ কয়েকটি আইএসএলের ম‍্যাচে একজন প্রপার স্ট্রাইকার না থাকার অভাবে ভুগেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বিষয়টি খুবই অবাক করে,কারণ একজন প্রপার বক্সের স্ট্রাইকার ছাড়া একটা দল কিভাবে খেলা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে সেটাই খুবই আশ্চর্য জনক একটা বিষয়।বিশ্বের তাবড় তাবড় লিগেও কখনও এমন দেখা যায়নি যেটা এটিকে মোহনবাগানের কোচ চলতি মরশুমে করে দেখিয়েছেন।

Advertisements

সম্প্রতি সবুজ মেরুন কোচ জুয়ান ফেরানোর কাছে জানতে চাওয়া হয়েছিল দলে একটা প্রপার স্ট্রাইকার ছাড়া কেনো দল কে খেলাচ্ছেন তিনি?জবাবে ফেরান্দো বলেন, “আমার পরিকল্পনা ভিন্ন,আমি কোনো স্ট্রাইকার ছাড়াই খেলতে চাই।আমার পরিকল্পনা খুবই শীঘ্রই সফল হবে বলে মনে হচ্ছে।আমাদের লক্ষ‍্য লিগের প্রথম ছয়ের মধ্যে জায়গা নিশ্চিত করা।কিন্তু একজন স্ট্রাইকার না নিয়ে কিভাবে আইএসএলের মতো চরম প্রতিদ্বন্দ্বীতায় ভরা লিগে সফল হবেন, সেটা সত্যি প্রশ্নের বিষয়।

বিজ্ঞাপন

মাঝমাঠের ফুটবলার দিমিত্রি পেত্রাতোস,তাকে বর্তমানে এটিকে মোহনবাগানের স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে।কিন্তু পেত্রাতোস আসলে মাঝমাঠের ফুটবলার হওয়া সত্বে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পালন করা সম্ভব হচ্ছে না।