ATK Mohun Bagan: বিদেশী ফুটবলারদের পিঠ বাঁচাতে হুয়ান ফেরান্দোর কৌশল

Juan Fernando

চলতি ১৩১ তম ডুরান্ড কাপের ‘ডু অর ডাই’ ম্যাচে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মাঠে মেনে জয় মিলেছে। ইতিমধ্যে ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে বাগানের প্রথম একাদশে কোন খেলোয়াড়েরা জায়গা পেয়েছে তা সামাজিক মাধ্যমের দৌলতে হাতে হাতে ঘুরেছে।

Advertisements

ATK মোহনবাগানের প্রথম একাদশের দিকে চোখ রাখলে দেখা যাবে এই প্লেয়ার লিস্টে কোনও বিদেশী খেলোয়াড় নেই। ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে প্রথম একাদশে প্রীতম কোটাল অধিনায়ক সঙ্গে রয়েছে বিশাল কাইথ, সুমিত রাঠি, মনবীর সিং, রবি রানা, হামতে, অভিষেক, দীপক টাংড়ি, লেনি রড্রিগেজ, কিয়ান নাসিরি,ফারদিন আলি মোল্লা। পোগবা, কার্ল ম্যাকহাগ প্রথম একাদশে ঠাই হয়নি।

প্রথম একাদশে ভারতীয় খেলোয়াড়দের ওপর আস্থা রাখার কারণ পরিষ্কার চলতি টাইটেলশিপে গ্রুপ পর্বে বুধবার ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে জিতলেও শেষ আটে যাওয়ার রাস্তা জটিল। হুয়ান ফেরান্দোর টিমকে এই ম্যাচ জেতার পর তাকিয়ে থাকতে হবে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর দিকে। কোয়াটার ফাইনালে মুম্বই সিটি এফসি নিশ্চিত আর হেড টু হেডে রাজস্থান ইউনাইটেড এফসি মোহনবাগানের পয়েন্ট সমান ৪।

Advertisements

ইন্ডিয়ান নেভি দলের পরের ম্যাচ রাজস্থান ইউনাইটেড এফসি’র সঙ্গে। এমন জটিল সমীকরণের জাঁতাকলে ফেঁসে রয়েছে বাগান শিবির। তাই কিশোর ভারতী স্টেডিয়ামে প্রীতম কোটালরা জিতলেও অস্বস্তির কাটা রয়েই যাবে।

২০২২-২৩ ফুটবল মরসুমের সবে শুরু। ডুরান্ডে পর এএফসি ইন্টার জোনাল ম্যাচ এবং ইন্ডিয়ান সুপার লীগ(ISL) রয়েছে। বুধবার ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে ATK মোহনবাগান দলের হেডস্যার হুয়ান ফেরান্দো খুব হিসেব নিকেশ করে সুকৌশলে ভারতীয় ফুটবলারদের প্রথম একাদশে রেখেছে। কারণ টিম জিতলে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে উল্লাসে ফেটে পড়বে সমর্থকরা আর মরণবাঁচন এই ম্যাচে ATK মোহনবাগানের স্বদেশী ব্রিগেড যদি হেরেও যায় তার দায় এসে পড়বে ভারতীয় খেলোয়াড়দের ওপর। এক্ষেত্রে বিদেশী ফুটবলারেরা দোষমুক্ত থাকতে পারবে। এমনটা বুঝেই মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো বুধবার ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে দলের প্রথম একাদশ সাজিয়েছেন ভারতীয় ফুটবলারদের নিয়ে।