নিজেদের ভুল কিছু ছিল, ম্যাচের (ISL) পর বলেছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)। এছাড়াও পরাজয়ের পিছনে আরও একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন তিনি। ফেরান্দোর মতে জামশেদপুরের বিরুদ্ধে শিল্ড হাতছাড়া করার পর এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল দল।
সেমিফাইনালের মতো মরণ-বাঁচন ম্যাচে এটিকে মোহনবাগান পরাজিত ৩-১ গোলে। এমন স্কোরলাইন হয়তো অনেক ফুটবল বিশেষজ্ঞ, ফুটবল প্রেমীর আশা করতে পারেননি। কিন্তু এটাই বাস্তব ছবি। এর কারণ কী? কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, “কিছুটা ক্লান্তির কারণে, কিছুটা চোটের জন্য। চোট হওয়ার ফলে কিছু খেলোয়াড় পরিবর্তন করতে বাধ্য হই। পরিকল্পনাও বদলাতে হয়।”
![ISL](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/IMG-20220313-WA0003_copy_688x360_1.jpg)
এরপরেই তিনি জানিয়েছেন, “দুটো গোল আমরা খেয়েছি আমাদেরই ভুলে। এক্ষেত্রে আমরা মনোসংযোগ হারিয়ে ফেলি। মনসংযোগ হারিয়ে ফেলা মানে তো প্রতিপক্ষের হাতে সুযোগ তুলে দেওয়া। বিশেষ করে যদি হায়দরাবাদের মতো প্রতিপক্ষ হয়।”
দু’গোলে পরাজিত হওয়ার ফলে সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ আরও কঠিন হয়েছে বাগানের কাছে। সেমির বেড়া ডিঙ্গতে হলে দুই গোলের ব্যবধান আগে ঘোচাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের।
“জাশেদপুরের বিরুদ্ধে সে দিনের ম্যাচটার মতোই পরিস্থিতির মুখোমুখি আমরা এখন। আমরা সব সময় জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি। পরের ম্যাচেও তার অন্যথা হবে না। বুধবার দু’গোলের ব্যবধানে জিততেই হবে। আমাদের সেরাটা দিতেই হবে,” ইতিবাচক মনোভাব বজায় রাখতে চাইছেন এটিকে মোহনবাগান কোচ।