এখনও ডুরান্ডের আসরে জয় অধরা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হার হজম করার পর বুধবার মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করলো সবুজ মেরুন শিবির।
এদিন খেলা শেষে স্টেডিয়ামের বাইরে দুই দলের ফুটবলার’দের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ভীষণ নজর কেড়েছে।পরিচিত ফুটবলার’রা একে অপরের সাথে সৈজন্য বিনিময় করলেন খেলা শেষে।
বর্তমানে দুই ম্যাচ খেলার পর মুম্বই সিটি এফসি’র পয়েন্ট সংখ্যা ৪ এবং সমসংখ্যক ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ১।তাই ম্যাচের পর সবুজ মেরূন ফুটবলার থেকে কোচ , সকলের মুখে চিন্তার ভাব স্পষ্ট।কারণ এরপর রোববার এটিকে মোহনবাগান মেগা ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে।
ডার্বি আগের ম্যাচে জয় পেলে নিশ্চিত ভাবে একটা আত্মবিশ্বাস পেতো সবুজ মেরূন ব্রিগেড।কিন্তু এদিন কার্যত সেটা হলোনা উপরন্তু ফেরান্দোর মাথায় চিন্তার ভাঁজ বাড়াচ্ছেন দলের ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল।এদিন দলের সাথে থাকা তো দুর,মাঠে আসেননি হ্যামিল।
সূত্রের খবর অনুযায়ী ফুড পয়েজনিং সমস্যায় ভুগছেন তিনি।ভারতে আসার পর থেকেই এই সমস্যায় ভুগছেন এই অজি তারকা।কিছুতেই ভারতীয় আবহাওয়া’র সাথে মানিয়ে নিতে পারছেন’না হ্যামিল।তাই ডার্বির আগে তাকে সুস্থ করে তোলাটাই কোচের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।