ATK Mohun Bagan: দলের স্ট্রাইকার আনা বিষয় বড় আপডেট দিলেন বাগান কোচ

Juan Fernando

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) একটা প্রপার নম্বর নাইনের ফুটবলার প্রয়োজন আছে। সে কথা বলাই বাহুল্য। গত কয়েক মরসুমে সবুজ মেরুন শিবিরে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের পায়ে বল গেলে আমরা দেখেছি অধিকাংশ সময় সেই বল জালে জড়াতে।

এরপর দলের উন্নতির স্বার্থে রয় কৃষ্ণাদের ছেড়ে দেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।সেই সব এই স্প‍্যানিশ কোচ বলেছিলেন কৃষ্ণার তুলনায় আরও ভালো মানের স্ট্রাইকার নিয়ে আসবেন তিনি,যদিও সেই কথা রাখেননি জুয়ান ফেরান্দো।এর ফলে বর্তমানে প্রতি ম‍্যাচ একাধিক বার গোল করার সুযোগ এলেও তা থেকে গোল করতে ব‍্যর্থ হচ্ছে সবুজ মেরুন।

   

মুম্বাই সিটির কাছে হার হজমের পর জুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হয়েছিল প্রতি ম‍্যাচে প্রচুর গোল করার সুযোগ করলেও, গোলটা হচ্ছে না, এর ফলে দলের পারফরম্যান্সে কি কোনো প্রভাব পড়ছে কিনা। জবাবে জুয়ান ফেরান্দো বলেন তিনি গোল করার জন্যে নির্দিষ্ট কোনও ফুটবলারের উপর নির্ভর করতে চান না।কারণ গোল করার দায়িত্ব এগারো জন ফুটবলারের উপর। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে এখনও ক্লাবের কোচ দলে গোল করিয় ফুটবলার আনতে ইচ্ছুক নয়,সে দল যতোই খারাপ খেলুক না কেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন