ATK Mohun Bagan: নর্থইস্টের বিরুদ্ধ খেলতে নামার আগে ‘বিস্ফোরক’ সবুজ-মেরুন কোচ

Head-Coach-Juan-Ferrando

দলে একাধিক চোটের সমস্যা। প্রতিবন্ধকতা অনেক। সেই সব উপেক্ষা ক‍রেও যেভাবে এখনও ইন্ডিয়ান সুপার লিগ জেতার দৌড়ে রয়ে নিজেদের টিকিয়ে রেখেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার জন্যে দলের ফুটবলারদের ভূয়সী প্রশংসা করেছেন সবুজ মেরুনের কোচ জুয়ান ফেরান্দো।

Advertisements

শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান।চ‍্যাম্পিয়ানশিপের লড়াইয়ে টিকে থাকার নিরিখে এই ম‍্যাচে জয় পাওয়াটা ভীষণ জরূরী ফেরান্দোর দলের।এই ম‍্যাচে খেলতে পারবেন না হুগো বুমোসের মতো দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটাও চোটের কারণেই।

গত ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তিন জন আনফিট ফুটবলারকে খেলাতে বাধ‍্য হয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।এমন অনেক ফুটবলাররা আছেন, যারা চোট নিয়েই খেলে দিচ্ছেন।পরিস্থিতি এখন এমনই যে,নর্থইস্টের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রথম একাদশ খেলতে নামানোটাই রীতিমতো চ‍্যালেঞ্জের একটা বিষয় সবুজ মেরুনে কোচ ফেরানোর কাছে।

Advertisements

এমন সমস্ত প্রতিকূলতা থাকা সত্বেও যেভাবে ফুটবলাররা দলকে চ‍্যাম্পিয়ান করার দৌড়ে টিকতে সাহায্য করেছে।তার জন্যে ছেলেদের ভূয়সী প্রশংসা করেছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।নর্থ ইস্টের বিরুদ্ধে ম‍্যাচে খেলতে নামার আগে সাংবাদিক সন্মেলনে তিনি বলেছেন, “শেষ তিন চার সপ্তাহ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ।কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও ছেলেরা প্রমাণ করেছে নিজেদের।বেশ কিছু ফুটবলার নিজেদের পজিশন বদলে খেলতে বাধ‍্য হয়েছে।আমি খুবই নিশ্চিত যে এই দলটা আমাদের লিগের প্রথম দুই স্থানে শেষ করতে সাহায্য করবে।”
শনিবার সন্ধ‍্যা সাড়ে সাতটায় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।