নিজামসদের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। গত মঙ্গলবার ISL লিগ টপার হায়দরাবাদ এফসিকে ১-২ গোলে হারিয়ে দিয়েছে ATK মোহনবাগান। শনিবার হুয়ান ফেরান্দোর ছেলেরা খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচের ২৪ ঘন্টা আগে ATK মোহনবাগান মিনি হাসপাতালের চেহারা নিয়েছে। শুধু তাইই নয়,’গোদের ওপর বিষফোঁড়া’ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর দলের খেলোয়াড়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য।
ইতিমধ্যেই ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তিন ভাগের দুই ভাগ অংশে বল গড়িয়ে গিয়েছে। এই ইস্যুতে শনিবার নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে ম্যাচের আগে শুক্রবার প্রি ম্যাচ কনফারেন্সে এসে সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দোর বিস্ফোরক মন্তব্য হল,”শেষের দিকে ফুটবলাররাও তাদের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করে। কারণ, এই সময়ে তাদের চুক্তিবৃদ্ধির বিষয়ে ভাবনাচিন্তা করে ক্লাবগুলো। নতুন অফার পাওয়ারও ব্যাপার থাকে এই সময়ের পরেই।”সঙ্গে হুয়ান ফেরান্দোর বিস্ফোরক দাবি,” মানে, সবারই ব্যক্তিগত লক্ষ্য থাকে। তাই কেউই খারাপ খেলতে চায় না।”
দুই ম্যাচে ৬ পয়েন্ট পেলেই ISL টুর্নামেন্টের প্রথম চারে থাকা কার্যত পাকা হয়ে যাবে ATK মোহনবাগানের। এই পরিস্থিতিতে লিগ টেবলের ‘লাস্ট বয়’ নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হতে চলেছে প্রীতম কোটালরা।