ATK Mohun Bagan : পোগবার সই সম্পর্কে তথ্য প্রকাশ করলেন বাগান কোচ

Florentin Pogba

কাজটা সহজ ছিল না, ফ্লোরেন্টিন পোগোবাকে সই করানো প্রসঙ্গে বলেছেন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্ডো। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পোগোবার মতো একজনকে রাজি করানোর কাজটা খুব একটা সহজ ছিল না।

Advertisements

নতুন মরসুমের আগে এখনও পর্যন্ত নতুন দুই বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। একজন অস্ট্রেলিয়ার ব্র্যান্ডন হামিল, অন্যজন ফরাসি তারকা পল পোগোবার দাদা ফ্লোরেন্টিন পোগোবা। এখনও পর্যন্ত তাঁকে সই করিয়ে সবথেকে বড় চমক দিয়েছে এটিকে মোহন বাগান।

   

এক জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমে হুয়ান ফেরান্ডো বলেছেন, “ওর মতো একজন খেলোয়াড়কে রাজি করানো সহজ ছিল না। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে ধারাবাহিকভাবে খেলেছ। যখন ক্লাবের ফুটবল দর্শন, আগামী দিনের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে ফ্লোরেন্টিনকে বলা হল, তখন ও অনেকটা ভরসা পেয়েছিল।”

Advertisements

গত মরসুমে এটিকে মোহন বাগান ভালো খেললেও রক্ষণভাগ চিন্তায় রেখেছিল। দলের প্রধান বিদেশি ডিফেন্ডার তিরি চোট পেয়ে চলে গিয়েছিলেন মাঠের বাইরে। সন্দেশ ঝিঙ্গানও চোট সমস্যায় জর্জরিত ছিলেন। আগামী দিনে এটিকে মোহন বাগান ক্লাবে তাঁর ভবিষ্যত এখনও নিশ্চিত নয় বলেই মনে করা হচ্ছে। তাছাড়া বাগানের পাখির চোখ এখন এএফসি কাপ। তাবড় তাবড় দলের বিরুদ্ধে নামার জন্য দরকার মজবুত ডিফেন্স। সেই লক্ষ্যেই দুই বিদেশি ফুটবলারকে সই করাতে দেরি করেনি ক্লাব।