চুনী গোস্বামীর নামে আগেই হয়েছে মোহনবাগান ক্লাবের (ATK Mohun Bagan) সদস্যদের মাঠে ঢোকার গেট। বৃহস্পতিবার, ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হল, ক্লাবের নতুন ভিআইপি গেটের নাম হবে সদ্যপ্রয়াত বদ্রু ব্যানার্জির (Badru Banerjee) নামে।
এছাড়াও গ্যালারির ধারে যে রাস্তা দিয়ে ফুটবলার, কোচ, কর্তাদের গাড়ি ঢোকে সেই গেটের নাম হবে বিশ্বের সেরা তিন কিংবদন্তি, মারাদোনা, পেলে আর সোবার্সের নামে। পেলে ভারতে খেলেছিলেন একমাত্র মোহনবাগানের বিরুদ্ধে (১৯৭৭-এ)। মারাদোনাও ক্লাবের ৭৫ বছরের পুর্তিতে এসেছিলেন। তাই এই দুজনকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, মোহনবাগানের প্রাক্তন আর এক কিংবদন্তি ফুটবলার জার্নেল সিংহের নামে হচ্ছে মিডিয়া-বক্স।
অন্যদিকে, মোহনবাগান নামের পাশ থেকে এটিকে উঠে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা। ক্লাবের মূল মালিক সঞ্জীব গোয়েঙ্কা দলের অগণিত সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে আর একটি সিদ্ধান্ত নিতে চলেছেন। মোহনবাগান নামের পাশে বসানো হবে সুপার জায়ান্টস শব্দটি। দল যেহেতু এফসি কাপের আঞ্চলিক সেমিফাইনাল খেলবে, একইসঙ্গে আইএসএলে তারা প্রথম গত কয়েক মরশুম ধরে প্রথম পাঁচে শেষ করছে, তাই সব মিলিয়ে মোহনবাগান নামে পাশে সুপার জায়ান্টস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্লাবসূত্রে জানা গিয়েছে, কার্যকরী সমিতির বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন পুজোর আগে তিনি ক্লাবের নতুন নামকরণকে অফিসিয়ালি রেজিস্টার করতে চান। এছাড়া কার্যকরী সমিতি বৈঠকে আরও বলা হয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের খেলা নিয়ে আপত্তির কারণ কিন্তু শুধু বকেয়া টাকার অঙ্ক নয়। আইএফএ কীভাবে টাকা ফেরত দেবে সেটা এখনও জানানো হয় নি। আগামী ২৮ অগস্টের ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৬০ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।