নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচের দখল নেওয়ার কথা আগে থেকেই শোনা গিয়েছিল বাগান (ATK Mohun Bagan) কোচের থেকে। তবে সে আশা পূরন না হলেও ঘরের মাঠে হায়দরাবাদকে (Hyderabad FC) উড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পকেটে পুড়ে নিয়েছে তার দল। যারফলে আগামী ১৮ ই মার্চ গোয়ার মাঠে আইএসএলের ফাইনাল ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। কিন্তু কোচের কোন জাদুতে ট্রাইবেকারে বাজিমাত করল সবুজ-মেরুন ফুটবলাররা। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিজেই জানালেন হুয়ান ফেরেন্দো।
প্রেস মিটে এসে এই স্প্যানিশ কোচ বলেন, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কারা ট্রাইবেকারে শট নেবে। তাদের কে আলাদা করে অনুশীলন করিয়ে তৈরি করেছিলাম। আসলে এই সমস্ত ম্যাচে যেকোনো কিছু সম্মুখীন হতে পারে খেলোয়াড়রা। তাই আগে থেকেই হোমওয়ার্ক করিয়ে রেখে ছিলাম। তবে শুধু এখানেই নয় ফাইনালের জন্য ও ট্রাইবেকারের অনুশীলন করাতে হবে। ওরা আমাদের একটু ও জমি ছাড়বে না।
তবে গতকাল এই নিয়ে প্রশ্ন করা হলে তা রীতিমতো এড়িয়ে গিয়েছেন এই স্প্যানিশ কোচ। তার কথা ছিল মোহনবাগান অতিরিক্ত সময়ের কথা ভেবে মাঠে নামে না। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় ম্যাচ গেলেও ঠিক পাশ করে টুর্নামেন্টের শেষ পর্বে উঠে গিয়েছে এটিকে শিবির।