ATK Mohun Bagan: অপ্রতিরোধ্য প্রীতম, হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন

ATK Mohun Bagan

মিশন আইএসএল। নির্ধারিত সময়ে খেলার ফলাফলের বদল না আসলে ও ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শেষ শটে বল বিপক্ষের জালে জড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেলেন প্রীতম কোটাল। যারফলে, আগামী ১৮ ই মার্চ আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর মুখোমুখি হবে হুয়ান ফেরেন্দোর সবুজ-মেরুন।

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরেন্দো জানিয়ে ছিলেন, অতিরিক্ত সময় নয়। বরং নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই দলের জয় নিশ্চিত করবে ফুটবলাররা। তবে স্প্যানিশ কোচের সেই আশা আজ পূরন না হলেও সাডেন ডেথের আগেই ফাইনালের টিকিট সুনিশ্চিত করল প্রীতমরা। যা নিয়ে উচ্ছসিত সবুজ-মেরুন সমর্থকরা।

   

বলাবাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করতে থাকে দুই দলের ফুটবলাররা। ওগবেচে আজ স্বমহিমায় নিজেকে মেলে ধরার চেষ্টা করলে ও শেষ পর্যন্ত মোহনবাগান রক্ষনেই আটকে যান বারংবার। একই রকম ভাবে হেডে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করতে দেখা যায় কার্ল ম্যাকহিউ কে। তাছাড়া অফফর্মে থাকা লিস্টন ও যে দলের পক্ষে কত বড় চিন্তার কারণ হতে পারেন তার ও প্রমাণ মেলে একাধিকবার।

তবে শেষ পর্যন্ত সেই কান্তিরাভা স্টেডিয়ামের পুনরাবৃত্তি ঘটলে ও সাডেন ডেথের আগেই ম্যাচ পকেটে পুরে নেয় মনবীর – প্রীতমরা। যারফলে, আগামী ১৮ তারিখ গোয়ায় আইএসএলের ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন