এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) জার্সিতে অন্যতম সেরা ম্যাচটি এদিন খেললেন ডেভিড উইলিয়ামস। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকে গোলের জন্য চেষ্টা চালিয়েছিলেন তিনি। হ্যাটট্রিক করলেন তিনি। ঢাকা আবাহনী এক গোল শোধ করলেও পাল তোলা নৌকার গতি (ATK Mohun Bagan) আর রুদ্ধ করতে পারেনি তারা।
We march on in our continental adventure!🎉
AFC Cup Group Stages, HERE WE COME….#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/LN3CQvXzeb
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 19, 2022
কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এটিকে মোহন বাগান। হাইভোল্টেজ ম্যাচে দুই দলই জয়ের জন্য ক্ষুধার্ত। লড়াই দুই দেশের মর্যাদার। যুবভারতী কাঁপাতে তৈরি ছিলেন সমর্থকরাও।
ম্যাচের শুরুতেই কামাল করে দেখলেন ডেভিড উইলিয়ামস। মাত্র ছয় মিনিটেই লক্ষ্যভেদ। এক গোলের ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহন বাগান। ঢাকা আবাহনীর ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই গোল।
সবুজ মেরুন জার্সিতে আগেও এমন গোল করে দেখিয়েছেন ডেভিড উইলিয়ামস। ম্যাচ শুরুর বাঁশি বাজার অল্প সময়ের মধ্যে উইলিয়ামসের গোল রয়েছে বাগানের হয়ে। বয়স বাড়লেও তিনি প্রমাণ করলেন কেন তাঁকে ভরসা করেন বাগান টিম ম্যানেজমেন্ট।
এ বছরের ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ফর্মে ছিলেন না ডেভিড উইলিয়ামস। একাধিক ম্যাচে ফিকে লেগেছিল পারফরম্যান্স। তবুও খেলিয়েছিলেন হুয়ান ফেরান্ডো। বিশ্বাসের মর্যাদা রাখলেন তারকা স্ট্রাইকার।
বিরতির আগেই দুই গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহন বাগান। ডেভিড উইলিয়ামস একাই করেছেন গোল দুটি। মাঠে ফিরে ছন্দে লিস্টন কোলাসো।
ম্যাচ শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মধ্যে লক্ষ্য ভেদ করে দলকে এগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার। পরের গোল ৩০ মিনিটের মাথায়। তৃতীয় গোল ৮৫ মিনিটে।
চোট সমস্যায় সাময়িক ভুগেছিলেন লিস্টন। মাঠে ফিরেই বোঝাচ্ছেন ভালো খেলার জন্য কতটা ক্ষুধার্ত ছিলেন তিনি। মনভীরও ভালো খেলছেন।
এরই মধ্যে গোল শোধ করে ফেলেছেন ঢাকা আবাহনী। ম্যাচের বয়স যখন ৬১ মিনিট তখন এক গোল শোধ করেছেন আবাহনীর কোস্টারিকার জাতীয় দলে খেলা ড্যানিয়েল কলিন্ড্রেস। এটিকে মোহন বাগানের পক্ষে খেলার ফল ৩-১।