ATK Mohun Bagan : তেইশটার মধ্যে গোলে মাত্র ৫টা শট, রয় কৃষ্ণাদের দিন কি ফুরিয়ে আসছে

এখনও বিশ্বাস করতে পারছেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকরা। গোকুলাম কেরালার বিরুদ্ধে ৪-২ গোলে বিধ্বস্ত তাদের প্রিয় দল। গোলের প্রচুর সুযোগ তৈরি…

Roy Krishna

এখনও বিশ্বাস করতে পারছেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকরা। গোকুলাম কেরালার বিরুদ্ধে ৪-২ গোলে বিধ্বস্ত তাদের প্রিয় দল। গোলের প্রচুর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সব কাজে লাগাতে পারেননি ফুটবলাররা।

 গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রায় পূর্ণ শক্তির দল হাতে পেয়েছিলেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো। আক্রমণ ভাগে তিনি রেখেছিলেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনভির সিং, লিস্টন কোলাসোদের। তার পরেও প্রতিপক্ষের তুলনায় বাগানের আক্রমণভাগকে কেন ভোঁতা দেখাল, বুধবার সন্ধ্যার পর সে বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম হেভিওয়েট দল এটিকে মোহন বাগান। ভারতের অনেক দলের থেকে বাগানের স্কোয়াডের বাজেট অনেক বেশি। তাদের থেকে প্রত্যাশাও তাই বেশিই থাকে। বিশেষত আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায়। কিন্তু হতাশ করেছে বাগান ।

Advertisements

দলবদলের মরশুমে শোনা যাচ্ছিল রয় কৃষ্ণাকে আর রাখতে চাইছে না এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। ডেভিড উইলিয়ামসের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। গত মরশুমেও ফুটবল মহলে গুঞ্জন ছিল, ডেভিডকে আর হয়তো দলে রাখা হবে না। কিন্তু তেমনটা হয়নি। গত মরশুমে দুজনেই দলে ছিলেন। আগামী মরশুমে থাকবেন কি না সে প্রশ্ন থাকছে। বিশেষত এই পারফরম্যান্সের পর।