ATK Mohun Bagan : জেনে নিন বাগানের এএফসি কাপের ম্যাচ কবে, কোথায়

এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। অনুশীলন শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। প্রশ্ন, কাপের লড়াইয়ে বাগানের ম্যাচ কবে এবং কোথায়। কাদের বিরুদ্ধেই-বা মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড।

এটিকে মোহন বাগানের সামনে আপাতত বাছাই পর্বের একটি ম্যাচ। খেলা ১২ এপ্রিল। বল গড়াবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

   

বাগানের বিরুদ্ধে কারা খেলবে সেটা এখনও নিশ্চিত হয়নি। আগামী ৫ এপ্রিল কলকাতার এই ক্লাবের প্রতিপক্ষের নাম চূড়ান্ত হবে। নেপালের মাচিন্দ্রা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি-র মধ্যে প্রাথমিক রাউন্ড ১-এর ম্যাচে। এই ম্যাচে বিজেতা দল এটিকে মোহন বাগানের বিরুদ্ধে খেলতে নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

১২ এপ্রিলের ম্যাচে জিততে পারলে বাগানের পরের ম্যাচ হবে ১৯ এপ্রিলে। তাদের মুখোমুখি হতে পারে বাংলাদেশের আবাহনী লিমিটেড। তবে তার আগে আবাহনীকে জিততে হবে মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া বা ভুটানের পারো এফসি-র মধ্যে একটি ক্লাবকে হারাতে হবে। এই ম্যাচটিও এপ্রিলের বারো তারিখে। ম্যাচ সিলেটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন