ATK Mohan Bagan: ফেরান্দোর ফোকাস এবার এএফসিতে

Juan Ferrando

বর্তমানে এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) ডুরান্ড কাপে শেষ আটে স্থান নিশ্চিত করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে রাজস্থান-নেভির ম‍্যাচের ফলাফলের উপর। ওই ম‍্যাচে রাজস্থান পয়েন্ট নষ্ট করলে তবেই সবুজ মেরুন ব্রিগেড খেলার সুযোগ পাবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে, নাহলে নয়‌।

Advertisements

তাই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট নিয়ে আর বিশেষ একটা মাথা ব্যাথা নেই কোচ জুয়ান ফেরান্দোর।তার ভাবনায় এখন বিরাজমান এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল। আগামী ৭ ই সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন।

শুক্রবার থেকে এএফসি কাপের প্রস্তুতি’তে দল নিয়ে নেমে পড়বেন কোচ জুয়ান ফেরান্দো।বেশি সময় নেই আর। তবে কিছুটা পরিকল্পনা শুরু’র আভাস নেভির ম‍্যাচেই পাওয়া গেছিলো, যখন তিনি দলে এতোগুলো বদল এনেছিলেন।

Advertisements

নেভির ম‍্যাচে বেশ কিছু যুব ফুটবলার’কে সুযোগ দিয়েছিলেন‌‌ । এরমধ্যে বেশ নজর কাড়া ফুটবল খেলেছিলেন ফারদিন আলী । এক্ষেত্রে জুয়ানের বক্তব্য তার দলে সিনিয়র – জুনিয়র প্রভেদ বলে কিছু’ই নেই, বরং সবাইকে’ই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান।

ইতিমধ্যে সমর্থক’দের নিশ্চয়তা দিয়েছে অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রেতোসের আগমন।ক্লাবের উপযুক্ত গোল করার লোকের অভাব টের পাওয়া গেছে ডুরান্ডে । এই অজি ফুটবলার’ও শুক্রবার থেকে প্রস্তুতি নিতে নামবেন মাঠে।