ATHIYA SHETTY-K L RAHUL: বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু অনিশ্চিত বিয়ের তারিখ 

বর্তমানে বিয়ের মরসুমে চারিদিকে বিয়ে বিয়ে রব। এরই মধ্যে জানতে পারা যাচ্ছে যে, ৯০ শতকের বলিউড অভিনেতার কন্যা আথিয়া শেঠির(ATHIYA SHETTY) বিয়ে। গত তিন বছর…

বর্তমানে বিয়ের মরসুমে চারিদিকে বিয়ে বিয়ে রব। এরই মধ্যে জানতে পারা যাচ্ছে যে, ৯০ শতকের বলিউড অভিনেতার কন্যা আথিয়া শেঠির(ATHIYA SHETTY) বিয়ে। গত তিন বছর ধরে ক্রিকেটার কে এল রাহুলকে(K L RAHUL) ডেট করছেন এবং শোনা যাচ্ছে ২০২৩ সালে জানুয়ারি মাসের তারা গাঁটছড়া মাঠে চলেছেন। মেনু থেকে ভেনু প্রায় সবই ঠিক হয়ে গেছে ইতিমধ্যে। বিয়ে হবে আথিয়ার বাবা সুনীল শেঠির খান্দালা বাংলোতে। এমনকি, আথিয়া শেঠি এবং কেএল রাহুলের বিয়ের পোশাকও চূড়ান্ত হয়েছে।

Advertisements

https://www.instagram.com/p/ClQ-ZPRLzdF/?igshid=YzFkMDk4Zjk=

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জল্পনা ও গুজবের মধ্যে, এখন বিশ্বাস করা হচ্ছে যে বহু প্রতীক্ষিত বিয়েটি 2023 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। অভিনেত্রী তার অভিনয় যাত্রা শুরু করেন ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে। সূত্রের মতে, আথিয়া শেঠি এবং কেএল রাহুল শহরের বড় হোটেল এবং রিসর্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 2023 সালের জানুয়ারিতে খান্দালায় অভিনেত্রীর বাবার বাড়িতে গাঁটছড়া বাঁধবেন। মনীশ মালহোত্রা হলেন আথিয়ার পছন্দের ফ্যাশন ডিজাইনার, এবং তার চেহারা দেখে, বলিউড অভিনেত্রী তার বিয়ের দিনে তার দ্বারা ডিজাইন করা পোশাকটি পরবেন। ক্রিকেটার এবং অভিনেত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া মাত্রই দর্শকদের মধ্যে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায় যে, কবে এই জুটিবি ভালো বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবার তার আয়োজন কতদূর এগিয়েছে।