গত এপ্রিল মাসের শেষের দিকেই ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাবের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় কার্লোস কুয়াদ্রাতের নাম। যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা। তবে আগামী দুই মরশুমের জন্য কে হবেন তার সহকারী?
এই প্রশ্ন উঠে আসতে থাকে একাধিকবার। প্রথমদিকে একাধিক নাম উঠে আসতে থাকলেও এবার উঠে আসছে বেঙ্গালুরু এফসি দলের এই প্রাক্তন তারকার নাম। তিনি দেমাস দেলগার্ডো।
একটা সময় সুনীল ছেত্রীর সতীর্থ হিসেবে বেঙ্গালুরু দলে দেখা গেলেও শোনা যাচ্ছে, অবসড় নিয়ে কোচিং করাতে চান এই তারকা। সেজন্য নিজের সহকারী হিসেবে তার পুরোনো ছাত্রকেই ডেকে নিতে পারেন কুয়াদ্রাত। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কিছুই জানানো হয়নি। বলাবাহুল্য, ফুটবলার হিসেবে দেলগার্ডোর রেকর্ড থাকলেও কোচিং করার ক্ষেত্রে একেবারেই নতুন তিনি। তবে উয়েফার লাইসেন্স রয়েছে এই তারকার। তাই সবদিক বিবেচনা করে কুয়াদ্রাতের পছন্দের তালিকায় অনায়াসেই উঠে আসতে পারেন তিনি।
বর্তমানে দেলগার্ডো স্পেনের জনপ্রিয় ক্লাব মন্তানেশারের হয়ে খেললেও আগামী জুন মাসেই চুক্তি শেষ হচ্ছে ক্লাবের সাথে। এরপরেই হয়ত ভারতে উড়ে আসতে পারেন তিনি। তবে স্পেনের পাশাপাশি ভারতীয় ফুটবল লিগে খেলতে এসেও যথেষ্ট সফল তিনি। পূর্বে বেঙ্গালুরু এফসির জার্সিতে ৫৯ টির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই তারকা। গোল করার পাশাপাশি ছিল ১১ টির ও বেশি অ্যাসিস্ট। সেইসাথে আইএসএল জয়ের ও নায়ক হয়ে উঠেছিলেন তিনি। এবার কি তাকেই সহকারী কোচ হিসেবে দলে আনবে ইস্টবেঙ্গল? সেটাই দেখার।