গতির সঙ্গে গোল করার দক্ষতা, ভারতে আসছেন আরও এক তুখোড় বিদেশি

ভারতে আসতে চলেছেন আরও এক নতুন বিদেশি ফুটবলার। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন সংস্করণে পঞ্জাব এফসির (Punjab FC) হয়ে খেলতে চলেছেন আসমির…

Asmir Suljic

ভারতে আসতে চলেছেন আরও এক নতুন বিদেশি ফুটবলার। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন সংস্করণে পঞ্জাব এফসির (Punjab FC) হয়ে খেলতে চলেছেন আসমির সুলজিক (Asmir Suljic)।

হিগুয়েইনের বিরুদ্ধে খেলেছেন ISL-এর এই নতুন বিদেশি

   

নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে পঞ্জাব এফসি। আসমির সুলজিক তাঁর কেরিয়ারে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। মূলত আক্রমণভাগের ফুটবলার। খেলতে পারেন একাধিক পজিশনে। মূলত খেলেন উইঙ্গার হিসেবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। হাঙ্গেরিতে একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০১৩-১৪ মরশুমে হাঙ্গেরিয়ান কাপ, ২০১৪-তে হাঙ্গেরিয়ান সুপার কাপ, হাঙ্গেরিয়ান লিগ জিতেছিলেন ২০১৭-১৮ মরশুমে। ২০১৮-১৯ মরশুমে জিতেছিলেন স্লোভেনিয়ান কাপ। বসনিয়া হার্জিগোনিয়ার বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আসমির সুলজিকের বয়স এখন ৩২। কেরিয়ারে খেলেছেন ধারাবাহিকভাবে। উইং দিয়ে গতিশীল আক্রমণ তুলে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা রয়েছে। গোল চেনেন। ক্লাব কেরিয়ারে করেছেন বেশ কিছু গোল।

ইউএস ওপেনে ফের অঘটন, ১৮ বছরে দ্রুততম বিদায় জোকোভিচের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ISL TRANSFERMARKET (@isl_transfermarket__)

গত মরশুমে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছিল পঞ্জাব এফসি। মরশুমের শুরুর দিকে ভাল পারফরম্যান্স করতে না পারলেও পরের দিকে নিজেদের খেলা অনেকটা উন্নত করেছিল দল। পাঞ্জাব এফসির বিদেশি রিক্রুট নজর কেড়েছিল। তাদের ক্লাবে খেলা মাদিহ তালাল গত সিজনের অন্যতম সেরা বিদেশি ফুটবলার। তালাল এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন। তাঁর জায়গায় আক্রমণভাগে ক্রিয়েটিভ ফুটবলার দরকার। সুলজিক ফর্মে থাকযে পঞ্জাব এফসি স্কোয়াডে সেই অভাব পূরণ করতে পারবেন।