আট বছর পর আবার মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, ভারতের দল ঘোষণা 

ভারত ১২ সদস্যের দল ঘোষণা করেছে ৬ষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জন্য। আসরটি অনুষ্ঠিত হবে ইরানের রাজধানী তেহরানে ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত। ২০১৭…

short-samachar

ভারত ১২ সদস্যের দল ঘোষণা করেছে ৬ষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জন্য। আসরটি অনুষ্ঠিত হবে ইরানের রাজধানী তেহরানে ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত। ২০১৭ সালের পর এই প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হতে চলেছে।  

   

ভারতসহ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইরান, মালয়েশিয়া, ইরাক, বাংলাদেশ, নেপাল এবং থাইল্যান্ড। এই টুর্নামেন্টের ইতিহাসে ভারত চারবার শিরোপা জিতেছে, যার মধ্যে সর্বশেষ শিরোপা আসে ২০১৭ সালে (গোরগান, ইরান)। ২০১৬ সালে একমাত্রবারের জন্য দক্ষিণ কোরিয়া এই শিরোপা জেতে।  

ভারতের ১২ সদস্যের দলে রয়েছেন অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়দের পাশাপাশি কিছু তরুণ মুখও। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সোনালি শিনগেটকে, যিনি সম্প্রতি রেলওয়ের নেতৃত্বে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার পুষ্পা রানা।  

বিশেষ আকর্ষণ হিসেবে ভারত এবার দলে ৭ জন রেইডার অন্তর্ভুক্ত করেছে। অধিনায়ক শিনগেটের পাশাপাশি পুজা কাজিলা, পুজা নারওয়াল, নিধি শর্মা, অম্রপালি গালান্দে, নেহা ডাকস এবং সঞ্জু দেবী থাকছেন রেইডার হিসেবে।  

ডিফেন্ডার হিসেবে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে— জ্যোতি ঠাকুর (ডান কর্নার), সাক্ষী শর্মা, ভাবনা দেবী ও রিতু। সহ-অধিনায়ক পুষ্পা রানা অলরাউন্ডার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন।  

বিশ্বের সেরা মহিলা কাবাডি দল হিসেবে পরিচিত ভারত, যারা ২০২২ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল (এবং সেই জয়ের মাধ্যমেই ভারতের ১০০তম পদক অর্জন হয়), এবারও শিরোপার অন্যতম দাবিদার। তাদের লক্ষ্য ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা নিশ্চিত করা।  

ভারতের ১২ সদস্যের দল

রেইডার: সোনালি শিনগেট (অধিনায়ক), পুজা কাজিলা, পুজা নারওয়াল, নিধি শর্মা, অম্রপালি গালান্দে, নেহা ডাকস, সঞ্জু দেবী।  

ডিফেন্ডার: জ্যোতি ঠাকুর, সাক্ষী শর্মা, ভাবনা দেবী, রিতু।  

অলরাউন্ডার: পুষ্পা রানা (সহ-অধিনায়ক)।