ক্লাব এবং AIFF এর মধ্যে টানাপোড়েন জারি রয়েছে। সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games)। টুর্নামেন্টে অংশ নেবে ভারত। কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে কি মাঠে নামতে পারবেন কোচ ইগোর স্টিম্যাচ? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ফুটবল মহলে। আপাতত এশিয়ান গেমসে অংশ নেওয়ার ব্যাপারে অনিশ্চিত ভারতের এক নম্বর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। বেঙ্গালুরু এফসি তাকে ছাড়তে নয়।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরু এফসির স্কোয়াডে একাধিক চোট সমস্যা রয়েছে। দলের দুই রিজার্ভ গোলকিপার চোটের কবলে। অন্য এক গোলকিপার লোনে যোগ দিয়েছেন অন্য ক্লাবে। এই পরিস্থিতিতে হাতে থাকছেন কেবল গুরপ্রীত সিং সান্ধু। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লীগের নতুন সংস্করণ। প্রায় ওই একই সময় চলবে এশিয়ান গেমস। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে আপাতত অনিশ্চিত গুরপ্রীত সিং সান্ধু।
এশিয়ান গেমসের সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে নামবে ভারত। ওই দিন আয়োজক দেশ চীনের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ। ভারতের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। তিন দিন পর মায়ানমারের বিরুদ্ধে এশিয়ান গেমসের ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রধান কল্যাণ চৌবের ধারণা, টুর্নামেন্টে ভালো ফল করার ক্ষমতা রাখে ভারত। কিন্তু পূর্ণ শক্তির দল না পেলে সেটা কি সম্ভব? প্রশ্ন থাকছেই।
আরও পড়ুন: কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র উত্তেজনা ছড়াল সিংঘু সীমান্তে
শেষ পাওয়া খবর অনুযায়ী, বেঙ্গালুরু এফসির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে AIFF। ইন্ডিয়ান সুপার লীগের আয়োজক FSDL কেও ফেডারেশন বার্তা দিয়েছে। এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাওয়ার ব্যাপারে এখন শুধু প্রশ্নের ভিড়।