Asian Cup 2023: সামাদকে নিয়ে মোহনবাগানের ব্যবস্থায় অখুশি জাতীয় দলের কোচ

Igor Stimac, Mohun Bagan, Sahal Abdul Samad

Asian Cup 2023: দিন কয়েক ধরে খবরের শিরোনামে উঠে এসেছেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। তার অনুশীলন করার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে। খুব স্বাভাবিক পরের প্রশ্ন, মাঠে কবে ফিরছেন তিনি? সামাদকে নিয়ে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাককেও (Igor Stimac) প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জাতীয় দলের কোচ। তিনি ক্ষুব্ধ মোহন বাগান সুপার জায়ান্টের ওপর।

জাতীয় দল কিংবা মোহন বাগান সুপার জায়ান্টের হয়ে এখনও অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ। সামাদ এতো তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে ওঠার ফিরে হাঁটা শুরু করেছেন সেটা ভেবেই বিস্মিত কোচ ইগর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সামাদের ফিটনেস নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।

   

কোচের কথায়, “মোহন বাগান ওকে বেঞ্চে এখন রাখছে কি করে? তার মানে ও (সাহাল আব্দুল সামাদ) অনুশীলন করেছে। যে সময়টা বিশ্রাম নেওয়া দরকার ছিল সেই সময় হয়তো অনুশীলন করেছে ও। সামাদ এখনও পর্যন্ত বলে কিক্ করতে পারে না।”

ইগর স্টিম্যাকের কথা থেকে স্পষ্ট, সামাদের চোট ছিল বেশ গুরতর। সামাদের চোট পাওয়ার খবর যখন প্রকাশ্যে এসেছিল তারপর অনেকেই ভেবেছিলেন এই মরসুমের মতো আর হয়তো তাকে মাঠে দেখা যাবে না। মরসুম এখন মাঝপথে। এরই মধ্যে সামাদকে জোর কদমে অনুশীলন করতে দেখে ফুটবল প্রেমীরা পর্যন্ত বিস্মিত হয়েছেন। তারপর জাতীয় দলের কোচের এই মন্তব্য। কে তাহলে ঠিক, ক্লাব নাকি ভারতের কোচ? সামাদ মাঠে না ফেরা পর্যন্ত সাসপেন্স বজায় থাকবে হয়তো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন