পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে চলা এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার ঠিক আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানা গিয়েছে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটরক্ষক লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ভাইরাল জ্বর হয়েছিল, সেখান থেকে তিনি সময়মতো সেরে উঠতে পারেননি। যার ফলে আইসিসির অন্যতম এই টুর্নামেন্টে এবার খেলা হচ্ছে না তার। লিটনের বদলির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “বিসিবির জাতীয় নির্বাচক প্যানেল ৩০ বছর বয়সী ডানহাতি খেলোয়াড় এনামুল হক বিজয়কে লিটনের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।” এনামুল হক ৪৪টি ওয়ান ডে খেলে ৩টি সেঞ্চুরি সহ ১ hajar ২৫৪ রান করেছেন। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে খেলেছিলেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজই শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে তার।
জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন বলেন, “ঘরোয়া ক্রিকেটে তিনি (এনামুল) অন্যতম রান সংগ্রাহক এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তার ওপর নজর রাখছি। তিনি সব সময় আমাদের ভাবনায় ছিলেন। লিটনের অনুপস্থিতির কারণে আমাদের একজন শীর্ষ স্থানীয় ব্যাটসম্যান দরকার ছিল যিনি উইকেটকিপিং করতে পারেন এবং এনামুল সেই জায়গার জন্য সর্বোচ্চ দাবিদার।”
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাক মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।