রবিবার ভারত-পাক ম্যাচ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে কবে? রইল সম্পূর্ণ সূচি

Asia Cup 2025 Super Four Schedule India vs Pakistan on 21st September to Bangladesh & Sri Lanka match dates

১৯ সেপ্টেম্বর নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) গ্রুপ পর্ব। প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে নির্ধারিত হয়ে গিয়েছে সুপার ফোর (Asia Cup Super Four) রাউন্ডের চার প্রতিদ্বন্দ্বী দল এবং তাদের সূচি। দুই গ্রুপ থেকে সেরা দুইটি করে দল উঠেছে পরবর্তী পর্যায়ে। গ্রুপ ‘এ’ থেকে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) এবং গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা (Sri Lanka) ও বাংলাদেশ (Bangladesh)।

এবার সুপার ফোরে চারটি দল খেলবে রাউন্ড রবিন ফরম্যাটে। অর্থাৎ প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। মোট ৬টি ম্যাচ হবে এই পর্যায়ে। সুপার ফোর থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বর।

   

সুপার ফোরে ভারতের ম্যাচ সূচি

ভারত (India Cricket News) সুপার ফোরে তাদের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে:

২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

২৪ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা

এই তিনটি ম্যাচেই ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ও প্রতিযোগিতামূলক। ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ মানেই আবেগ, গর্ব এবং প্রতিদ্বন্দ্বিতার অন্যরকম ব্যাখ্যা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভারতকে সাবধান থাকতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে এই দুটি দলও বড় মঞ্চে চমক দেখাতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্পিন সহায়ক পিচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বোলাররা যে কোন প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।

সুপার ফোরের সম্পূর্ণ সূচি এক নজরে:

২০ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

২৪ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ

২৫ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা

সবকটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্টে সামান্য হেরফেরেই বদলে যেতে পারে ফাইনালের চিত্র।

এশিয়া কাপ ২০২৫ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সুপার ফোরের শেষে সবচেয়ে বেশি পয়েন্ট প্রাপ্ত দুই দলই টিকিট কাটবে সেই মহারণের জন্য। এখন দেখার, কোন দুই দল পৌঁছায় শেষ গন্তব্যে তথা ফাইনালের মঞ্চে। ক্রিকেটপ্রেমীদের জন্য আগামী দিনগুলি নিঃসন্দেহে উত্তেজনায় ভরপুর হতে চলেছে।

Asia Cup 2025 Super Four Schedule India vs Pakistan on 21st September to Bangladesh & Sri Lanka match dates

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন