HomeSports NewsAsia Cup 2025 : নিশ্চিত ভারত, শেষ ল্যাপে সুপার ফোরের দৌড়ে এই...

Asia Cup 2025 : নিশ্চিত ভারত, শেষ ল্যাপে সুপার ফোরের দৌড়ে এই চার দেশ

- Advertisement -

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) গ্রুপ পর্বের শেষ মুহূর্তে এসে জমে উঠেছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই সুপার ফোরে (Super Four) জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারত (India) এবং কার্যত নিশ্চিত শ্রীলঙ্কাও (Sri Lanka)। তবে সুপার ফোরের বাকি দু’টি স্থান কে দখল করবে, তা নির্ভর করছে চার দলের পারফরম্যান্সের উপর। পাকিস্তান (Pakistan), সংযুক্ত আরব আমিরশাহি (UAE), বাংলাদেশ এবং আফগানিস্তান। শেষ মুহূর্তে এসে গ্রুপ পর্ব রূপ নিচ্ছে কার্যত নকআউট পর্বে।

ED Summons : কোটির টাকার তছরুপ! দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে তলব ইডির

   

ভারত এর মধ্যেই জায়গা করে নিয়েছে সুপার ফোরে। রবিবার পাকিস্তানকে হারিয়ে বড় জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। যদিও অঙ্কের বিচারে তখনও সুপার ফোর নিশ্চিত হয়নি। সোমবার ওমানের বিরুদ্ধে ম্যাচ ছিল নির্ণায়ক। ওমান যদি জয় পেত, তাহলে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলে ভারতের জন্য ঝুঁকি তৈরি হতে পারত। তবে ওমান হেরে যাওয়ায় নির্ভার হয়েই সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

Mohun Bagan SG : এশিয়ার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান, কি বার্তা ভাইচুংয়ের?

এদিকে, ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে সুপার ফোরে কার্যত পা রেখেছে শ্রীলঙ্কা। সোমবার হংকংয়ের বিরুদ্ধে লঙ্কানদের জয় সহজ ছিল না। আগে ব্যাট করে হংকং তোলে ৪ উইকেটে ১৪৯ রান। জবাবে শ্রীলঙ্কা ৬ উইকেটে সেই রান তুলে নেয়। ম্যাচের সেরা পারফরমার ছিলেন পাথুম নিশঙ্ক, যিনি একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করে দলকে জেতান। তবে চমক দেখিয়েছে হংকংও। লঙ্কান স্পিন আক্রমণের বিপক্ষে তারা খেলেছে দারুণ সাহসী ইনিংস। পরে বল হাতে টানা চারটি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে দেয় শ্রীলঙ্কার উপর। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনটি ম্যাচেই হেরে এবারের মতো এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে হংকং।

India vs Pakistan Update

এখন চোখ রয়েছে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল কারা হবে, তা নিয়ে। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি উভয়েরই ঝুলিতে ২ পয়েন্ট। আজকের ম্যাচে যে দল জয় পাবে, সেই দলই পৌঁছে যাবে সুপার ফোরে। তবে বিতর্কও তৈরি হয়েছে এই ম্যাচ ঘিরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) হুমকি দিয়েছে, যদি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো না হয়, তাহলে তারা মাঠে নামবে না। আইসিসি অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছে। ফলে পাকিস্তান আদৌ খেলবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি পাকিস্তান ম্যাচ বয়কট করে, তাহলে আমিরশাহিই সুপার ফোরে চলে যাবে।

Asia Cup 2025 : পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার, শাস্তির মুখে কি পড়বে ভারত?

অন্যদিকে, বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য মঙ্গলবারের ম্যাচ কার্যত নকআউট। যারা জিতবে, তারা সুপার ফোরে যাওয়ার রেসে থাকবে। তবে হেরে গেলেও আফগানিস্তানের সামনে দ্বিতীয় সুযোগ থাকবে। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার। কিন্তু বাংলাদেশ যদি হারে, তাহলে তাদের অভিযান এখানেই শেষ।

এদিকে, সুপার ফোর নিশ্চিত করলেও ওমান ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ভারত। মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে সন্ধে ৭.৩০ থেকে অনুশীলনে নামেন ভারতীয় ক্রিকেটাররা। গরমের কারণে দিনের বেলায় অনুশীলন না করেই রাতের সময়কে বেছে নেওয়া হয়েছে। কারণ, ভারতের সব ম্যাচই সন্ধ্যায়। তাই অনুশীলনও সেই সময়েই হচ্ছে।

Asia Cup 2025 : হ্যান্ডশেক বিতর্কে বিসিসিআইয়ের কড়া জবাব, ICC মানল না পিসিবির অভিযোগ

সার্বিকভাবে, এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে যে প্রতিযোগিতা, উত্তেজনা এবং নাটকীয়তা দেখা যাচ্ছে, তা বেশ আকর্ষণীয়। সুপার ফোরে জায়গা পাওয়ার জন্য লড়াইয়ে থাকা চারটি দলই এখনও আশা জিইয়ে রেখেছে। কে হাসবে শেষ হাসি? তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিন।

Asia Cup 2025 Super Four India Qualified Pakistan in Trouble race on between four teams

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular