কবে ট্রফি হাতে পাবে ভারত? জানিয়ে দিলেন নকভি!

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও এখনও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ভারত (India)। মাঠের খেলা শেষ হলেও ভারত-পাকিস্তান (India vs…

Asia Cup 2025 India Trophy controversy ACC President Mohsin Naqvi conditions BCCI refuse handover event

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও এখনও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ভারত (India)। মাঠের খেলা শেষ হলেও ভারত-পাকিস্তান (India vs Pakistan) রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন এবার রূপ নিয়েছে ক্রিকেট মাঠেও। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricket Team) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানানোয় শুরু হয় বিতর্ক। এবার সেই ট্রফি ফেরত দিতে রাজি হয়েছেন নাকভি, তবে এক বিশেষ শর্তে (Bengali Sports News)।

Advertisements

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’র এক প্রতিবেদন অনুযায়ী মহসিন নকভি স্পষ্ট জানিয়েছেন, এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনিই ট্রফি ও পদক ভারতীয় দলের হাতে তুলে দেবেন। তিনি চান না, অন্য কেউ—হোক তা আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জারুনি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেন। তাঁর বক্তব্য, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেওয়ার অধিকার রাখেন।

   

তবে এই শর্ত মানা প্রায় অসম্ভব বলেই মনে করছে বিসিসিআই (BCCI)। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া আগেই অভিযোগ করেছিলেন যে ট্রফি ও পদক ‘জোরপূর্বকভাবে’ নিজের হোটেলে নিয়ে গেছেন নাকভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আচরণের বিরোধিতা করা হবে আইসিসির পরবর্তী বৈঠকে। ভারতীয় খেলোয়াড়রাও পরিষ্কার করে দিয়েছেন, তারা নকভির হাত থেকে কিছু নিতে রাজি নন।

২০২৫ এশিয়া কাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়ায়। গ্রুপ পর্বে খেলোয়াড়রা হাত মেলাননি, যা নিয়ে আইসিসি পর্যন্ত অভিযোগ গড়ায়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে সামনে এসেছে ট্রফি বিতর্ক। ক্রিকেটপ্রেমীদের মতে, মাঠের বাইরের এমন ঘটনা ক্রিকেটীয় সৌহার্দ্যকে খাটো করছে।

Asia Cup 2025 India Trophy controversy ACC President Mohsin Naqvi conditions BCCI refuse handover event