আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ ( Asia Cup 2024) টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল।
মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ২০২৪ চলবে নয় দিন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ২৬ জুলাই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সাতটি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল ভারত। গতবারের মতো এবারও থাকবেন মহিলা আম্পায়াররা। সেপ্টেম্বরে বাংলাদেশে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২১ জুলাই ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
Exciting news for cricket fans! The ACC Women’s Asia Cup 2024 is set to kick off on July 19th in Dambulla! Brace yourselves for an action-packed tournament featuring the top 8 women's cricket teams in Asia.
Know more at: https://t.co/LX8Qbm9ep2#ACCWomensAsiaCup2024 #ACC pic.twitter.com/t8Ngw8ZQRP
— AsianCricketCouncil (@ACCMedia1) March 26, 2024
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ বলেছেন, ‘দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা দেখে আমরা উচ্ছ্বসিত। ২০১৮ সালে ছয়টি দল থেকে ২০২২ সালে সাতটি দল এবং এখন আটটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।’ ১৯ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। একই দিন সংযুক্ত আরব আমিরশাহি মুখোমুখি হবে ভারত। এরপর ২১ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। লিগে নিজেদের শেষ ম্যাচে ২৪ জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ২৬ জুলাই সেমিফাইনাল ও ২৮ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।