অবসর অতীত, ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন আশ্বিন? জানালেন নিজেই

Ravichandran Ashwin Announces Sudden Retirement, Bollywood Reacts

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন আশ্বিন। কিন্তু বর্তমানে তিনি তার মতামত বদলান। সাংবাদ মাধ্যমে জানান এখনই ক্রিকেটকে বিদায় জানাতে রাজি নন, আরও ক্রিকেট খেলতে চান। ক্রিকেটের প্রতি সৎ থাকার পাশাপাশি সৃষ্টিশীলতায় জোড় দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি সাক্ষাৎকারে বলেন , “জীবনে কী করতে হবে সেটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। অবসরের ভাবনা নিজে থেকেই আসে। যদি কেউ বুঝতে পারে তার কাজ শেষ হয়ে গিয়েছে তা হলে ভাবনার কিছু থাকে না। লোকে অনেক কথা বলবে। আমি সে সবে পাত্তা দিই না। প্রথম টেস্টে খেলিনি। দ্বিতীয় টেস্টে খেলার পর আবার তৃতীয় টেস্টে বাদ পড়ি। চতুর্থ বা পঞ্চম টেস্টে খেলতেও পারতাম। না-ও পারতাম। আমি সব সময় সৃষ্টিশীলতায় জোর দিই। সেটা শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যায়।” তিনি আরও বলেন,” সমাজমাধ্যম না থাকার সময় মানুষ এক সপ্তাহের মধ্যে সব ভুলে যেত। বিদায়ী টেস্টের কোনও দরকারই ছিল না। ক্রিকেট খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুশি মনেই খেলাটা ছেড়েছি। শুধুমাত্র বিদায়ী টেস্টে খেলার জন্য দলে জায়গা পাওয়ার কোনও ইচ্ছা ছিল না আমার।”

   

বিদায়ী টেস্ট না খেলা নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আশ্বিনকে। তার এই মন্তব্য সেই সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। আপামর ক্রিকেটপ্রেমী তার আগামীদিনের পরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন