Ashutosh Mehta: মোহনবাগানের এই ফুটবলারকে দলে নিতে চলেছে দক্ষিণের এই ক্লাব

ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহেতা (Ashutosh Mehta) ২০২১-২২ ফুটবল মরসুমে এটিকে মোহনবাগান দলে ছিলেন। কিন্তু এবার তিনি যোগ দিতে চলেছেন চেন্নাইয়িন এফসি’তে। সূত্রে খবর, দীর্ঘ মেয়াদের…

Ashutosh Mehta

ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহেতা (Ashutosh Mehta) ২০২১-২২ ফুটবল মরসুমে এটিকে মোহনবাগান দলে ছিলেন। কিন্তু এবার তিনি যোগ দিতে চলেছেন চেন্নাইয়িন এফসি’তে। সূত্রে খবর, দীর্ঘ মেয়াদের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ভারতীয় এই ডিফেন্ডার। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে চেন্নাইয়িন এফসি’র তরফ থেকে।

Advertisements

২০১৯-২০ আইলিগ সেশনে মেহেতা মোহনবাগান জার্সি গায়ে স্কোয়াডকে ভরসা জুগিয়েছিলেন।ওই সেশনে আই লিগ জয়ে মুম্বইকর অন্যতম ভূমিকা নিয়েছিল। আইজল এফসির জার্সি গায়েও আইলিগ জয়ের রেকর্ড রয়েছে ফুটবলার আশুতোষ মেহেতার কেরিয়ারে ২০১৬-১৭ ফুটবল মরসুমে।

বিজ্ঞাপন