Ashutosh Mehta: সবুজ-মেরুনের এই তারকাকে দেখা যেতে পারে East Bengal ক্লাবে

Ashutosh Mehta

ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে ইমামি’র চুক্তি নিয়ে তৈরী হওয়া জঁট মিটে গেছে। এখন খালি সময়ের অপেক্ষা ইনভেস্টর’দের সাথে চুক্তি মেটার।তাই এই মুহূর্তে দল বদলের বাজারে ভালো দল গড়ার দিকে নজর লাল হলুদের।

Advertisements

আরও পড়ুন: East Bengal : ব্রাজিলের চ্যাম্পিয়ন ফুটবলারকে দলে চাইছে ইমামি-ইস্টবেঙ্গল!

বর্তমানে প্রতিনিয়ত একের পর এক ফুটবলারের নাম ছড়াচ্ছে লাল হলুদের সাথে।আছে এটিকে মোহনবাগানের বেশ কিছু ফুটবলারের নাম,তালিকায় জুড়েছে ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহেতার নাম।

Advertisements

আরও পড়ুন:East Bengal Club : সৌভিক চক্রবর্তীকে দলে নেওয়ার ব্যাপারে এগিয়েছে ইস্টবেঙ্গল

২০১০ সালে মুম্বই এফসি’তে কেরিয়ার শুরু করা এই ফুটবলার,পরবর্তী সময়ে খেলেছিলেন পুনে সিটি,মুম্বই সিটি,আইজল,এটিকে,পুনে সিটি,মোহনবাগান,নর্থইস্ট ইউনাইটেড’ও।২০২১ সালে তিনি যোগদান করেন এটিকে মোহনবাগানে।শোনা যাচ্ছে তাকে এই মরশুমে ছেড়ে দিতে পারে সবুজ মেরুন শিবির।তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল,এখন দেখা যাক এই চুক্তি বাস্তবতা পায় কিনা।