Mohun Bagan: আনোয়ারের পর বাগানের আরও এক ফুটবলারকে নিয়ে ধোঁয়াশা

Ashique Kuruniyan

চোট পাওয়া আনোয়ার আলির জায়গায় কোন ভারতীয় সুযোগ পাবেন সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। নতুন মরসুমে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supergiant) সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন আনোয়ার। ফুটবল প্রেমীদের একাংশের ধারণা, আনোয়ারের অনুপস্থিতি ক্লাবের পক্ষে খুব একটা ইতিবাচক হবে না।

Advertisements

আনোয়ার আলির বদলি হিসেবে প্রথম একাদশে কোন ফুটবলার সুযোগ পেতে পারেন? বাগান কোচ হুয়ান ফেরান্ডোর কাছে করা হয়েছিল এই প্রশ্ন। তিনি বলেছেন, “পরের ম্যাচগুলোতে আনোয়ারকে না পেলেও আমি খুব একটা চিন্তিত নই। দলে এমন খেলোয়াড় আছে যারা ওর জায়গায় খেলতে পারে। দীপক টাঙরি, সুমিত রাঠি রয়েছে। এরা আনোয়ারের জায়গায় মানিয়ে নিতে পারবে। দীর্ঘ মরশুমে এমন (চোট) হতেই পারে। যেমন আশিক কুরুনিয়ান, আনোয়ারদের হল। তাই বিকল্প খেলোয়াড়দের তৈরি রাখতেই হয়।”

Ashique Kuruniyan

Advertisements

আনোয়ারের জায়গা সম্ভাব্য দুই ফুটবলারের কথা বললেও একজনকে নিয়ে কোচ নিজেও নিশ্চিত করে কিছু বলেননি। এরপরেই হুয়ান জানিয়েছেন, “… তবে টাঙরির অস্ত্রোপচার হওয়ার পর ছ’মাস ধরে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। ওকে হয়তো আরও একটু সময় দিতে হবে। কিন্তু বাকিরা তৈরিই আছে।”

এই মন্তব্য থেকে অনেকে ধরে নিচ্ছেন দীপক কোচের ভাবনায় থাকলেও তাকে এখনই হয়তো পুরো দমে প্রথম একাদশে দেখা যাবে না। সেক্ষেত্রে হয়তো পাল্লা ভারী হবে সুমিতের দিকে। ঘ রোয়া লীগে তার ওপর ভরসা রেখেছিল বাগান টিম ম্যানেজমেন্ট। কলকাতা ফুটবল লীগে কাঁধে তুলে দেওয়া হয়েছিল দলের অধিনায়কের দায়িত্ব।