HomeSports Newsকবে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন আশিক কুরুনিয়ান?

কবে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন আশিক কুরুনিয়ান?

- Advertisement -

আগামী ৪ঠা জুন থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলী ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেই কথা মাথায় রেখে গত কয়েকদিন আগে থেকেই স্কোয়াডের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন মানোলো মার্কুয়েজ। আসলে থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলী ম্যাচ থাকলেও এটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এই স্প্যানিশ কোচ। সেইমতো প্রস্তুত করছেন সকলকে। তবে এক্ষেত্রে শারিরীক অসুস্থতার জন্য দলের সঙ্গে যুক্ত হতে পারেননি কেরালার উইঙ্গার আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। তাঁর অনুপস্থিতি যথেষ্ট চাপে রেখেছিল সকলকে। তবে এবার সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। খুব শীঘ্রই এবার শিবিরে যোগ দিতে চলেছেন এই তারকা।

নয়া তথ্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে বুধবার থেকেই হয়তো কলকাতার এই প্রস্তুতি শিবিরে যোগদান করবেন এই তারকা উইঙ্গার। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে সকলকে। যতদূর খবর, সমস্ত প্রস্তুতি সেরে আগামী ২৮ শে মে কলকাতা থেকে থাইল্যান্ডে উড়ে যাবেন ব্লু-টাইগার্সরা‌। তারপর কয়েকদিন পর জুনের প্রথম দিকেই থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ। তারপর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের সাথে খেলতে নামবে সুনীল ব্রিগেড। সেই ম্যাচে ভালো পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে।

   
Ashique Kuruniyan
Ashique Kuruniyan

এক্ষেত্রে বাগানের তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানের দিকে ও বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, এবারের এই ফুটবল সিজনে দলের হয়ে প্রায় ১৫ টির ও বেশি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। সুযোগ পাওয়া মাত্রই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন বারংবার। এবার জাতীয় দলের জার্সিতে নিজের সেরাটা দিতে মরিয়া এই তারকা। সেইমতো নিজেকে প্রস্তুত করতে চাইবেন আশিক কুরুনিয়ান। সেক্ষেত্রে আদৌও কতটা সফল থাকেন দক্ষিণের এই ফুটবলার এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, গত মার্চ মাসে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে শেষ প্রদর্শনী ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও গোল পাওয়া সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে এবার জয় পেতে চাইবেন সকলে। সেই ম্যাচের পূর্বে মালদ্বীপের বিপক্ষে জয় আসলেও বজায় থাকেনি সেই ধারা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তাই এবার থাইল্যান্ড ম্যাচ থেকেই জয় চান ভারতীয় দলের হেড কোচ।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular